শিরোনাম
◈ ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, ৫ দফায় হয়েছে আসনভিত্তিক জরিপ ◈ ট্রেনে অস্ত্র পাওয়া নিয়ে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ২৬৩ ◈ জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার ◈ ৪ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, জরুরি বার্তা বিটিআরসির ◈ আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু ◈ মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা : উপদেষ্টা ফাওজুল কবির ◈ একজনের নামে সর্বোচ্চ কতটি সিম নিবন্ধন থাকবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বাংলাদেশের সরকার মদের ব্যবসা করে, সেই লাভে চাকরিজীবীদের বেতন হয়: ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে অধিকাংশ চকলেট আসে কোকা উৎপাদনে জড়িত ১৫ লাখ শিশুশ্রমে, রয়েছে ৫ বছরের শিশুও

রাশিদুল ইসলাম : [১] শিকাগো বিশ্ববিদ্যালয়ের জরিপে বলা হচ্ছে চকলেট তৈরির প্রধান উপাদান কোকা উৎপাদনে ১৫ লাখ শিশু শ্রম বন্ধে কার্যকর উদ্যোগ নেয়া উচিত। মার্কিন শ্রম বিভাগ তত্ত্বাবধানে পরিচালিত এ জরিপে দেখা গেছে দুই-পঞ্চমাংশ বা ৪৩ শতাংশ শিশু যাদের বয়স ৫ থেকে ১৭ বছর, এরা ঘানা ও আইভরি কোস্টের কোকা উৎপাদনে বিপজ্জনক কাজের সঙ্গে জড়িত। এদুটি দেশ বিশে^র সর্বোচ্চ কোকা উৎপাদন করে। আরটি/ওয়াশিংটন পোস্ট

[৩] বিশে^ কোকা উৎপাদনে পশ্চিম আফ্রিকার ওই দুটি দেশের শিশু শ্রমিকরা মোট শ্রমিকের অর্ধেক। তাদেরকে খুব ধারালো যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। কষ্টসাধ্য এধরনের কাজ তাদের রাত জেগে করতে হয়। কিছু কেমিক্যালও ব্যবহার করে তারা। যা তাদের জন্যে ক্ষতিকর।

[৪] গত এক দশকে কোকা শিল্পে শিশুশ্রম বেড়েছে ১৪ শতাংশ। কোকা উৎপাদনও বেড়েছে ৬২ শতাংশ।

[৫] এর আগে কঙ্গোতে কোবাল্ট খনিতে শিশুশ্রমের বিরুদ্ধে এ্যাপেল, টেসলা ও অন্যান্য মার্কিন বড় বড় কোম্পানি মামলা করেছিল।

[৬] কোকা উৎপাদন বৃদ্ধিতে এর চাষাবাদ এলাকাও বাড়ছে। ঘানা ও আইভরিকোস্টে এধরনের শিশুশ্রম রোধে কার্যকর আইনের যথেষ্ট অভাব রয়েছে। রয়েছে তদাররিকও অভাব। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষক কারিম কিশিয়া বলেন এ কারণে কোকা উৎপাদনে শিশুশ্রম রোধ করা সম্ভব হচ্ছে না।

[৭] ওয়ার্ল্ড কোকা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রিচার্ড স্কবে বলেন তাদের পক্ষে একা এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। ফাউন্ডেশন বিশ্বের ৮০ শতাংশ কোকা সরবরাহ নিয়ন্ত্রণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়