শিরোনাম

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীতে কোভিড মোকাবেলায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাসহ স্তরভিত্তিক পরিকল্পনা নিতে যাচ্ছে সরকার

লাইজুল ইসলাম: [২] এই শীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ  আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে বিশ্বের অন্যান্য দেশে দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে।

[৩] পরিকল্পনা স্তরভিত্তিক পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা। তারা বলেন, প্রথমত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দেশবাসীকে। এর পরও কোনো কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রথম দিকে গণপরিবহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এরসঙ্গে বন্ধ থাকবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।

[৪] সূত্র আরও জানায়, দোকানপাট, শপিং মল খোলা রাখার ব্যাপারে এলাকাভিত্তিক নতুন সূচি করা হতে পারে। তবে সব ধরনের কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান- যেমন ব্যাংক, বীমা, শেয়ারবাজার খোলা রাখা হবে। সরকারি-বেসরকারি অফিস-আদালতও খোলাই থাকবে। তবে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি।

[৫] সূত্র জানিয়েছে, সংক্রমণ বাড়লে অনলাইন পদ্ধতিতে ঘরে বসেই অফিস-আদালত চালানোর প্রতি জোর দেওয়া হবে। তবে মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতি রক্ষার স্বার্থে পুনরায় লকডাউনের মতো পরিস্থিতিতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি বেশি খারাপ হলে সাধারণ ছুটি ঘোষণার পরিকল্পনা রয়েছে।

[৬] স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, মাস্ক না পারলে স্বাস্থ্যসেবা মিলবে না হাসপাতালগুলোতে। শুধু স্বাস্থ্যসেবা নয়, সরকারি কোনো অফিস-আদালতেও সেবা পেতে মাস্ক পরতে হবে।

[৭] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সম্প্রতিক সময়ে জানিয়েছেন, স্বাস্থ্য বিধি মানাতে প্রচার মাধ্যমের সহায়তা নেয়া হবে। এতে সহায়তা করবে তথ্য মন্ত্রণালয়। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়