সময় টিভি : ২৭ শে অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া লেখকদের অংশগ্রহণে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল। এ আসরে ৬টি ডিসিপ্লিনের নয়টি ইভেন্টে অংশ নেবেন বিএসপিএ'র শতাধিক সদস্য।
মঙ্গলবার রাজধানীর শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমনেশিয়ামে ব্যাডমিন্টন ডিসিপ্লিনের মধ্য দিয়ে শুরু হবে এবারের আসর। কোভিড পরিস্থিতির কারণে এ বছর একটু সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে বিএসপিএ'র নেতৃবৃন্দ। বাদ দেয়া হয়েছে সুইমিং এবং ম্যারাথন ইভেন্টগুলোকে। তবে, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, শ্যুটিং এবং আর্চারি ইভেন্টগুলো থাকছে বরাবরের মতোই। আগামী ৭ই' নভেম্বর শহীদ এম মনসুর আলী স্টেডিয়ামে পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে পর্দা নামবে কার্নিভালের।