আবু জাহের: [২] শেরপুরে বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষান করা হয়েছে।
[৩] শনিবার (২৪ অক্টোবর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ¦ আনসার আলী স্বাক্ষরিত দৈনিক করতেয়া পত্রিকায় নির্বাচনী তফশিল বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্বাচনী তফশীলে নির্বাচনী সকল কার্যক্রম শেরপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয় নির্ধারিত তারিখে বিকাল ৪ টা থেকে সন্ধা ৭ পর্যন্ত চলবে এবং নির্বাচনী সংক্রান্ত আরো কার্যক্রম আগামী ৪ নভেম্বর ২০২০ইং তারিখ বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ নভেম্বর শনিবার খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি গ্রহন শেষ, ৮ নভেম্বর রবিবার আপত্তি শুনানী ও নিষ্পত্তি।
[৪] ১০ নভেম্বর মঙ্গলবার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১১ নভেম্বর বুধবার প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরন, ১৩ নভেম্বর শুক্রবার মনোনয়ন ফরম জামা, ১৪ নভেম্বর শনিবার মনোনয়নপত্র বাছায় ও প্রার্থী তালিকা প্রকাশ, ১৫ নভেম্বর রবিবার মনোনয়নপত্রের বিরুদ্ধে আপত্তি শুনানী ও প্রার্থী তালিকা প্রকাশ, ১৬ নভেম্বর সোমবার মনোনয়নপত্র ও প্রার্থী পদ প্রত্যাহার।
[৫] ১৮ নভেম্বর বুধবার চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২ডিসেম্বর বুধবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শেরপুর শহীদিয়িা আলীয়া মাদরাসা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত তবে দৈবক্রমে ভোট গ্রহণের স্থান ও তারিখ পরিবর্তন হতে পারে মর্মে ঘোষণা করা হয়। এদিকে নির্বাচনী তফশিল ঘোষণায় শ্রমিকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং শ্রমিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রার্থী নির্বাচনের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করছে। সম্পাদনা: সাদেক আলী