শিরোনাম
◈ ট্রাম্পের দাবি: মার্কিন হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশ দিয়েছে তেহরান ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে ক্ষুব্ধ হিরো আলম

ডেস্ক রিপোর্ট: সাত দিনের মাথায় প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ ‘সাহসী হিরো আলম’ সিনেমাটি দেখানো বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন এর প্রযোজক ও নায়ক হিরো আলম। তাঁর ধারণা, ছবিটি আরও বেশ কয়েক দিন ধরে প্রেক্ষাগৃহে দেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ মালিক। কিন্তু আনন্দ ও ছন্দ প্রেক্ষাগৃহের মহাব্যবস্থাপকের বক্তব্যের কারণে, ছবিটি থেকে মুখ ফিরিয়ে নেন। এমনটাই দাবি করেছেন হিরো আলম।

‘হিরো আলমকে দেখতে সিনেমা হলের বাইরে ভিড়, ভেতরে খালি’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। সেই খবরে আনন্দ ও ছন্দ সিনেমা হলের মহাব্যবস্থাপক মোহাম্মদ শামসুদ্দিন বলেছিলেন, ‘সিনেমা চললে, আমাদের খরচ আছে। অন্যান্য সময় খরচ উঠে এলেও এই ছবির ক্ষেত্রে পকেট থেকে টাকা খরচ করতে হচ্ছে। এমনটা হবে, কোনো দিন ভাবিনি।’

হিরো আলমের ‘সাহসী হিরো আলম’ ছবিটি আনন্দ সিনেমা হলে মুক্তি পেয়েছে ১৬ অক্টোবর। আলমের দাবি, তাঁর ছবি নিয়ে এ ধরনের বক্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

হিরো আলম বললেন: চেহারা ভালো না হওয়াই আমার অপরাধ

এ কারণে কিছু হলমালিক ছবিটির দ্বিতীয় সপ্তাহের বুকিং বাতিল করেছে। এ ধরনের বক্তব্য তাঁর নামে অপপ্রচার। তিনি এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতিতে অভিযোগ করার কথা জানিয়েছেন হিরো আলম। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি সূত্র জানিয়েছে, এ ব্যাপারে হিরো আলম মৌখিকভাবে একটা অভিযোগ দিয়েছেন। তবে লিখিত কোনো অভিযোগ তারা পায়নি।

প্রায় সাত মাস পর শর্ত সাপেক্ষে ১৬ অক্টোবর সিনেমা হল খোলার অনুমতি পেয়েছে। অনেক প্রযোজকের নতুন ছবি প্রস্তুত থাকলেও ছবি মুক্তির জন্য কেউ প্রস্তুত নয়। এ অবস্থায় একমাত্র নতুন ছবি হিসেবে প্রথম সপ্তাহে সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সাহসী হিরো আলম’। ছবিটি দেশের ৩৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। হিরো আলমের দাবি, বেশির ভাগ সিনেমা হলেই তাঁর ছবি মোটামুটি ব্যবসা করেছে। তিনি আশা করেছিলেন দ্বিতীয় সপ্তাহে আরও কিছু সিনেমা হলে তাঁর ছবিটি দেখানো হবে।

তাঁরা আমার ছবি নিচ্ছেন না। এ ব্যাপারে অবশ্য আমি চলচ্চিত্র প্রদর্শক সমিতি এবং প্রযোজক সমিতিতে অভিযোগ করেছি।’
‘আনন্দ’ ও ‘ছন্দ’ সিনেমা হলের মহাব্যবস্থাপক কী মিথ্যা কথা বলেছেন, জানতে চাইলে হিরো আলম জানান, তাঁর ছবিটি গত চার দিনে আনন্দ সিনেমা হল থেকে ১৬ হাজার টাকা ব্যবসা করেছে। অথচ মহাব্যবস্থাপক বলেছেন মাত্র ৬ হাজার টাকা আয় করেছেন। এ ব্যাপারে সমিতি থেকে সুষ্ঠু বিচার না পেলে আনন্দ ও ছন্দ সিনেমা হল কর্তৃপক্ষের নামে মামলা করবেন। গতকাল ২২ অক্টোবর থেকে ‘সাহসী হিরো আলম’ ছবিটি আনন্দ সিনেমা হলে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে।

হিরো আলম বলেন, ‘কয়েকজন সিনেমা হলমালিকের সঙ্গে আমার কথা হয়েছে। তাঁরা কথা দিয়েছিলেন আমার ছবি নেবেন। কিন্তু আনন্দ সিনেমা হলের মহাব্যবস্থাপক বলেছেন, আমার ছবি নাকি সুপারডুপার ফ্লপ। গত চার দিনে ৬ হাজার টাকা আয় করছে এবং আমার ছবি মানহীন। এই মিথ্যা কথা শুনে অনেক হলমালিক পরের সপ্তাহের বুকিং বাতিল করেছেন।

এ ব্যাপারে ‘আনন্দ’ ও ‘ছন্দ’ সিনেমা হলের মহাব্যবস্থাপক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘অভিযোগের ব্যাপারে আমি কিছুই জানি না। ‘সাহসী হিরো আলম’ ছবিটি কত টাকা ব্যবসা করেছে এটাই আমি অন্য সিনেমা হল মালিককে বলেছি। এখানে মিথ্যার কিছুই নেই। শিগগিরই ব্যবসার পরিমাণটাও জানাব।’হিরো আলম আরও দাবি করেন, তাঁর ছবি কীভাবে ‘ফ্লপ’ করানো যায় এ কারণে তৃতীয় একটি চক্র কাজ করছে। তাঁর ছবিকে ‘মানহীন’ আখ্যা দেওয়া হচ্ছে। হিরো আলম বলেন, ‘“মানহীন” বলতে তাঁরা কী বোঝাতে চাচ্ছেন, সেটাই আমি বুঝতে পারছি না। আমার ছবি কেন মানহীন হবে। আমার ছবিতে রেহানা জলি অভিনয় করেছেন। তিনি শাকিব খান, মান্না, রুবেলের ছবিতে অভিনয় করেছেন। ছবিতে ন্যান্সি, প্রতীক হাসান গান করেছেন। গল্প ভালো। লোকেশনও ভালো। তারপরও তাঁরা বলেন আমার ছবি মানহীন।’ প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়