শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ইয়াবা-ফেন্সিডিলসহ আটক ২

সুজন কৈরী: রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১০।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়ছে, বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. শাহিনুর চৌধুরীর নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালায়। এ সময় আরিফুল ইসলাম আরিফ (২৩) নামের একজনকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৮ বোতল ফেন্সিডিল এবং ২টি মোবাইল ফোনসেটসহ আটক করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে একটি দল চকবাজারের নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালায়। এ সময় আলী মোহাম্মদ (৩২) নামের একজনকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও নগদ ৭ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী ও চকবাজারসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়