শিরোনাম
◈ উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা যাবে কি না, স্পষ্ট করলেন ইসি আনোয়ারুল ◈ দুর্নীতির লাগাম টেনে ধরার রেকর্ড বিএনপির আছে—তারেক রহমান ◈ মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: পরিচয় মেলেনি গৃহকর্মী আয়েশা’র ◈ জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ ◈ তফসিলের পর সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন, বেআইনি সমাবেশে কঠোর ব্যবস্থা: অন্তর্বর্তী সরকারের বিবৃতি  ◈ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল ‘টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প’ ◈ হাইকোর্টের আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ : ডিএম‌পি ◈ ১৩ ব্যাংক থেকে কেনা হলো ২০ কোটি ২০ লাখ ডলার ◈ ১৮টি কেন্দ্র–৪৯টি ভেন্যুতে মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার: কড়া নিষেধাজ্ঞা ও নতুন নির্দেশনা ◈ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না’—অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ইয়াবা-ফেন্সিডিলসহ আটক ২

সুজন কৈরী: রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১০।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়ছে, বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. শাহিনুর চৌধুরীর নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালায়। এ সময় আরিফুল ইসলাম আরিফ (২৩) নামের একজনকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৮ বোতল ফেন্সিডিল এবং ২টি মোবাইল ফোনসেটসহ আটক করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে একটি দল চকবাজারের নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালায়। এ সময় আলী মোহাম্মদ (৩২) নামের একজনকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও নগদ ৭ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী ও চকবাজারসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়