শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০২:৫৬ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ইয়াবা-ফেন্সিডিলসহ আটক ২

সুজন কৈরী: রাজধানীর যাত্রাবাড়ী ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১০।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নটি জানিয়ছে, বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. শাহিনুর চৌধুরীর নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালায়। এ সময় আরিফুল ইসলাম আরিফ (২৩) নামের একজনকে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৮ বোতল ফেন্সিডিল এবং ২টি মোবাইল ফোনসেটসহ আটক করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক মুন্সির নেতৃত্বে একটি দল চকবাজারের নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালায়। এ সময় আলী মোহাম্মদ (৩২) নামের একজনকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে ১টি মোবাইল ফোনসেট ও নগদ ৭ হাজার ৭৫০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী ও চকবাজারসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়