শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধিনায়কের আস্থার প্রতিক হবে তাকসিন : ডমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক: [২] ক্রিকেট বিশ্বে যদি প্রথমসারির কয়েকজন পেসারের কথা বলা হবে তবে সেই তালিকায় আসবে মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা, জোফরা আর্চারের মত পেসারদের নাম।

[৩] যারা প্রায় সময় স্ব স্ব দেশের অধিনায়কদের আস্থার প্রতিদান দিয়ে থাকেন দারুণ পারফরম্যান্সে। বাংলাদেশেরও এমন বোলার এখনো তৈরী না হলেও তাসকিন সেই অভাব পূরণ করবেন বলে বিশ্বাস টাইগার হেড কোচের।

[৪] চলতি প্রেসিডেন্টস কাপে তাসকিন ও খালেদের বোলিং দেখে তাদের নিয়ে ওই আশা করছেন ডমিঙ্গো। বৃহস্পতিবার, ২২ অক্টোবর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রোটিয়া কোচ বলেন, ‘সব আন্তর্জাতিক দলেই সাদা বলের ক্রিকেটে এমন একজন ফাস্ট বোলার আছে, দলের উইকেট প্রয়োজন হলে যাকে আক্রমণে আনা হয়। ইংল্যান্ড আনে আর্চারকে, অস্ট্রেলিয়া স্টার্ককে, দক্ষিণ আফ্রিকা রাবাদাকে, ভারত বুমরাহকে। যখন থেকে আমি এখানে এসেছি, তাই তখন থেকেই বলছি যে কিছু ভালো ফাস্ট বোলার গড়ে তোলা জরুরি।’

[৫] তাসকিন আমাদের হাতে এখন সেরকম বিকল্প। সে খুব গতিময় বল করতে পারে। তাসকিন বা খালেদরা বাউন্সারে ব্যাটসম্যানকে ভড়কে দিতে পারে। আমার জন্য এটা খুবই সন্তুষ্টির।’

[৬] প্রেসিডেন্টস কাপে অন্য পেসারদের বোলিংয়েরও প্রসংশা করে ডমিঙ্গো বলেন, ‘এই প্রেসিডেন্ট কাপের একটি প্রাপ্তির কথা বলতে হলে আমি ফাস্ট বোলারদের পারফরম্যান্সের কথা বলবো। দেশের বাইরে গিয়ে আমরা একমুখি দল হতে চাই না। প্রেসিডেন্টস কাপে ফাস্ট বোলাররা যখন ব্যাটসম্যানদের অস্বস্তি করে তুলছে, সেটি দেখে আমি রোমাঞ্চিত। আগামীতে আমাদের অধিনায়কের আস্তার প্রতিক হিসাবে মাঠে মুর্তিমান আতঙ্কের নাম হবে তাকসিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়