শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেভাস বাংলাদেশে আসবেন

এল আর বাদল: স্প্যানিশ লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেভাস বাংলাদেশ সফরে আসবেন। স্পেনের চেয়েও বাংলাদেশে লা লিগার ফেসবুক অনুসারী বেশি হওয়ায় লিগের প্রসারে বিভিন্ন উদ্যেগ নিতে বাংলাদেশে আসার পরিকল্পনা করেছেন তিনি। যদিও বাংলাদেশ সফরের দিনক্ষণ করোনা পরিস্থিতির কারণে এখনও নিশ্চিত হয়নি।

গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন লা লিগার ভারতীয় উপমহাদেশের ম্যানেজিং ডিরেক্টর হোসে অ্যান্তোনিও চাচাজা। লা লিগার সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় শনিবার অনুষ্ঠিতব্য এল ক্ল্যাসিকো উপলক্ষে। ওই দিন সন্ধ্যায় ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই চলতি ২০২০-২১ মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো।

দর্শকরা যেন অনলাইন মাধ্যমে আগের চেয়ে ভালোভাবে এল ক্ল্যাসিকো দেখতে পারেন, সেজন্য বিশ্বজুড়ে ১০০টিরও বেশি আয়োজন রেখেছে কর্তৃপক্ষ। যার মধ্যে বাংলাদেশ, ভারতসহ চারটি দেশের দর্শকদের জন্য অ্যাপে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। ‘লা লিগা ই-স্পেস’ নামের অ্যাপটি ইতিমধ্যে গুগল প্লে-স্টোরে উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও নানা উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন হোসে চাচাজা।

লা লিগার বিস্তৃতি বাড়িয়ে নিতে লিগটির প্রধানের ঢাকা সফরের কথা জানিয়ে তিনি বলেছেন, আমাদের প্রেসিডেন্ট তেভাজ বাংলাদেশে আসতে চান। এখানে তিনি স্থানীয় ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। লিগের বিস্তৃতির জায়গাগুলো খুঁজে দেখবেন। বাংলাদেশ লা লিগার দৃষ্টির মধ্যে আছে।

প্রাক-মৌসুমে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা যেভাবে যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুরে খেলতে যায়, সেভাবে বাংলাদেশে খেলা আয়োজন সম্ভব কিনা জিজ্ঞেস করা হলে লা লিগার অঞ্চলপ্রধান বলেন, সম্ভব, কিন্তু সহজ নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়