শিরোনাম
◈ মার্কিন পাল্টা শুল্ক: সংকট মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা ◈ ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুরে দুই খু.ন ◈ কোনো দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম বন্ধ করে দেওয়া মানুষের মন থেকে তার উপস্থিতি মুছে ফেলে না: মাসুদ কামাল (ভিডিও) ◈ গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির সারা দেশে সমাবেশের ঘোষণা, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ◈ মে‌হেদীর ঘুর্ণীর পর তান‌জিদ ঝ‌ড়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ রাজধানীর আদাবরে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ◈ এবার চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা ◈ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ ◈ কুমিল্লায় নিজ ঘর থেকে নারী‌র রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:২৯ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটগ্রামে ধর্ষণে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় মেয়েটির মা পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে নুর ইসলাম বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার কাশেম আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রী গত ৫-৬ মাস আগে বাড়ির পাশে রেল লাইনের ধারে বিকেলে ছাগল আনতে গেলে একই এলাকার কাশেম আলীর ছেলে নুর ইসলাম বাবু (৩৫) ফুসলিয়ে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে ওই ছাত্রীকে মেরে ফেলার হুমকি দিয়ে পরবর্তীতে একাধিকবার ধর্ষণ করে।

ধর্ষণের শিকার মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দিলে তার চাচি মেয়েটির কাছে বিষয়টি জানতে চায়। মেয়েটি জানায় প্রতিবেশী নুর ইসলাম বাবু তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে বৃহস্পতিবার (২২) অক্টোবর দুপুরে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নুর ইসলাম বাবুকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রীকে রাতেই স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়