শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প ◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:৫৫ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলে ফিরেই সাকিবকে পায়ের নিচে মাটি খুঁজে নিতে হবে : কোচ ডমিঙ্গো

নিজস্ব প্রতিবেদক: [২] জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় শাস্তি হিসেবে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিবকে দুই বছরের (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) জন্য নিষিদ্ধ করে আইসিসি। ২৯ অক্টোবর শেষ হবে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা।

[৩] নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই সাকিব ফিরবেন জাতীয় দলে। এমন ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে জাতীয় দলে প্রবেশের আগে তার পর্যাপ্ত অনুশীলনের প্রয়োজনীয়তা অনুভব করছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

[৪] বৃহস্পতিবার গণমাধ্যমে ডমিঙ্গো বলেন, সাকিব অন্যদের মতোই। মাঠে ফেরার আগে তার পর্যাপ্ত ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করে থাকেন, নিষেধাজ্ঞা শেষে সে মাঠে ফিরবে এবং অলৌকিক কিছু করবে.. এজন্য ধৈর্য্য ধরতে হবে। অনুশীলনে থ্রো ডাউন, বোলিং মেশিনে খেলা এবং ১৪০ কিলোমিটারের গতির বল মোকাবিলা করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাকে পায়ের নিচে মাটি খুঁজে নিতে হবে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে হবে।

[৫] ডমিঙ্গো মনে করেন, পারফরম্যান্স করেই সাকিবকে তার জায়গা ফিরে পেতে হবে। কোচ বলেছেন, আমি ২১ অক্টোবর বুধবার তার সঙ্গে কথা বলেছি। ফিটনেস নিয়ে সে কাজ করছে। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। এক বছর হলো সে ক্রিকেটের বাইরে। সে খেলতে মুখিয়ে আছে। বিশ্বের সেরা অলরাউন্ডার সে। কিন্তু তাকে সেই জায়গা ফিরে পেতে হবে। আমরা সবাই তার সামর্থ্য সম্পর্কে অবগত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়