শিরোনাম
◈ গাজা থেকে সিডনি; যখন ইসরায়েল বিশ্বের ইহুদিদের জীবন কেড়ে নেয়! ◈ বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে কী ঘটেছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর  ◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী সূবর্ণচরে চাঞ্চল্যকর পাঁচ টুকরো লাশের রহস্য উদঘাটন, আটক ৫

মাহবুবুর রহমান: [২] নোয়াখালী সুবর্ণচরে চাঞ্চল্যকর পাঁচ টুকরো লাশের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় লাশের খন্ডিত নারীর সন্তান হুমায়ুন সহ তার ৭ সহযোগী মিলে তাকে হত্যা করে খণ্ডিত টুকরো গুলো ধান ক্ষেতে ফেলে রেখে যায়।

[৩] পরে এ ঘটনায় মৃত নুরজাহানের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে নোয়াখালী জেলা পুলিশ তদন্তে নেমে এ ঘটনায় হত্যার সাথে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে একইসাথে তার সাথে তার ৭ সহযোগী মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।

[৪] বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো নিশ্চিত করেন তিনি। তিনি জানান এ ঘটনায় আমরা ৭ আসামির মধ্যে ৫ জনকে আটক করেছি। এর মধ্যে দুইজন আদালতে জবানবন্দি দিয়েছে। এবং প্রধান আসামি মৃত নুরজাহানের ছেলে হুমায়ুন কবিরকে আজ আদালতে তোলা হবে স্বীকারোক্তি জন্য।

[৫] হত্যার বিষয়ে তিনি আরো জানান, তার ভাই বেলাল মারা যাওয়ার সময় চার লক্ষ টাকা ঋণ রেখে যান ওই ঋণের টাকা পরিশোধ করার জন্য হুমায়নকে চাপ দিতে থাকলে হুমায়ুন এই বিষয়ে তার মাকে বললে তার মা ওই ঋণের টাকার দিতে অস্বীকৃতি জানালে সে এ চাপ সহ্য করতে না পেরে তার মাকে হত্যা করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়