শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী সূবর্ণচরে চাঞ্চল্যকর পাঁচ টুকরো লাশের রহস্য উদঘাটন, আটক ৫

মাহবুবুর রহমান: [২] নোয়াখালী সুবর্ণচরে চাঞ্চল্যকর পাঁচ টুকরো লাশের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় লাশের খন্ডিত নারীর সন্তান হুমায়ুন সহ তার ৭ সহযোগী মিলে তাকে হত্যা করে খণ্ডিত টুকরো গুলো ধান ক্ষেতে ফেলে রেখে যায়।

[৩] পরে এ ঘটনায় মৃত নুরজাহানের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে নোয়াখালী জেলা পুলিশ তদন্তে নেমে এ ঘটনায় হত্যার সাথে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে একইসাথে তার সাথে তার ৭ সহযোগী মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।

[৪] বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো নিশ্চিত করেন তিনি। তিনি জানান এ ঘটনায় আমরা ৭ আসামির মধ্যে ৫ জনকে আটক করেছি। এর মধ্যে দুইজন আদালতে জবানবন্দি দিয়েছে। এবং প্রধান আসামি মৃত নুরজাহানের ছেলে হুমায়ুন কবিরকে আজ আদালতে তোলা হবে স্বীকারোক্তি জন্য।

[৫] হত্যার বিষয়ে তিনি আরো জানান, তার ভাই বেলাল মারা যাওয়ার সময় চার লক্ষ টাকা ঋণ রেখে যান ওই ঋণের টাকা পরিশোধ করার জন্য হুমায়নকে চাপ দিতে থাকলে হুমায়ুন এই বিষয়ে তার মাকে বললে তার মা ওই ঋণের টাকার দিতে অস্বীকৃতি জানালে সে এ চাপ সহ্য করতে না পেরে তার মাকে হত্যা করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়