শিরোনাম
◈ হাসপাতালের সিসিটিভি ফুটেজ যেভাবে ভাইরাল হয় পর্ন সাইটে! ◈ বিএনপির মনোনয়ন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ◈ জলবায়ু তহবিলে ২ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ, ৫৪% প্রকল্পে দুর্নীতি: টিআইবি ◈ ফিলিস্তিনিদের বেদনা কেন দেখা যায় না? ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে লিভারপু‌লের কা‌ছে হে‌রে গে‌লো রিয়াল মাদ্রিদ  ◈ জাতীয় নির্বাচ‌ন, বিএনপির ফাঁকা রাখা ৬৩টি আসনে প্রার্থী হচ্ছেন কারা? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে সহজ ম্যাচ ক‌ঠিন ক‌রে জিত‌লো পা‌কিস্তান ◈ বাংলাদেশ ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজ খেল‌তে শ্রীলঙ্কা সফ‌রে যা‌চ্ছে না ◈ অধিনায়ক জ্যোতির বিরুদ্ধে জাহানারার বিস্ফোরক অভিযোগ, ‘ভিত্তিহীন ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান বিসিবির ◈ আই‌পিএল, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়ছেন ২৩ কো‌টি টাকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘সমকামীরা ইশ্বরেরই সন্তান, তাদেরও পরিবার গঠনের অধিকার রয়েছে’: পোপ ফ্রান্সিস

লিহান লিমা: [২]সমকামী ইস্যুতে সমর্থন জানিয়ে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ‘সমকামীরাও ইশ্বরের সন্তান। তাদেরও পরিবার গঠনের অধিকার রয়েছে। কাউকেই তাদের বর্জন করা ও এর জন্য অধিকার থেকে বঞ্চিত করার অধিকার নেই।’ পোপ ‘নাগরিক অধিকার আইন’ এ সমকামীদের নিরাপত্তা, সুরক্ষা ও অধিকার দেয়ার কথা বলেন। আল জাজিরা।

[৩] সম্প্রতি এই তথ্যচিত্রটি রোম ফিল্ম ফেস্টিভেলে দেখানো হয়। এরপরই পোপের বক্তব্যকে ঘিরে হইচই পড়ে যায়। নির্মাতা ইভগেনি আফিনেভস্কিও পোপের মন্তব্যে অবাক হন।

[৪] জেসুইটস রেভেরান্ড জেমস মার্টিন বলেন, পোপের মন্তব্য এলজিবিটি সম্প্রদায়ের প্রতি চার্চের সমর্থনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে রোড আইল্যান্ডের রক্ষণশীল আর্চ বিশপ থমাস তোবিন অব প্রোভাইডেন্স বলেন, ‘পোপের মন্তব্য সমকামীতা নিয়ে চার্চের দীর্ঘদিনের শিক্ষার বিরুদ্ধে। চার্চ কখনোই এ ধরণের অনৈতিক সম্পর্ককে সমর্থন করে না।’

[৫] ২০১৪ সালেও সমকামীদের সপক্ষে মন্তব্য করেন পোপ। তবে তখন তার মন্তব্যকে প্রত্যাখ্যান করে ‘হোলি সি’ প্রেস এবং ভ্যাটিকান সিটির পরিচালক কর্তৃপক্ষ।

[৬]২০১৮ সালে অভিভাবকদের উদ্দেশ্যে সমকামী সন্তানদের পূর্ণ স্বাধীনতা বার্তা দিয়ে পোপ বলেছিলেন, ‘ঈশ্বরের ইচ্ছায় যদি কেউ সমকামিতার পথ বেছে নেয়, তবে প্রশ্ন তোলার কিছু নেই। সন্তান সমকামী জানতে পারলে চুপ থাকবেন না। নিন্দাও করবেন না। বরং কথা বলুন। সন্তানকে স্বাধীনতা দিন। সমকামিতার কথা প্রকাশ পেলে তাকে পরিবার থেকে দূরে সরিয়ে রাখা একেবারেই ঠিক নয়।’

[৭]এর আগে জন্মনিয়ন্ত্রণ নিয়েও গির্জার রক্ষণশীলতা ভেঙে পোপ ফ্রান্সিস বলেছিলেন, ‘প্রচুর সন্তানের জন্ম দিলেই নিষ্ঠাবান ক্যাথলিক হওয়া যায় না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়