শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]‘সমকামীরা ইশ্বরেরই সন্তান, তাদেরও পরিবার গঠনের অধিকার রয়েছে’: পোপ ফ্রান্সিস

লিহান লিমা: [২]সমকামী ইস্যুতে সমর্থন জানিয়ে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ‘সমকামীরাও ইশ্বরের সন্তান। তাদেরও পরিবার গঠনের অধিকার রয়েছে। কাউকেই তাদের বর্জন করা ও এর জন্য অধিকার থেকে বঞ্চিত করার অধিকার নেই।’ পোপ ‘নাগরিক অধিকার আইন’ এ সমকামীদের নিরাপত্তা, সুরক্ষা ও অধিকার দেয়ার কথা বলেন। আল জাজিরা।

[৩] সম্প্রতি এই তথ্যচিত্রটি রোম ফিল্ম ফেস্টিভেলে দেখানো হয়। এরপরই পোপের বক্তব্যকে ঘিরে হইচই পড়ে যায়। নির্মাতা ইভগেনি আফিনেভস্কিও পোপের মন্তব্যে অবাক হন।

[৪] জেসুইটস রেভেরান্ড জেমস মার্টিন বলেন, পোপের মন্তব্য এলজিবিটি সম্প্রদায়ের প্রতি চার্চের সমর্থনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে রোড আইল্যান্ডের রক্ষণশীল আর্চ বিশপ থমাস তোবিন অব প্রোভাইডেন্স বলেন, ‘পোপের মন্তব্য সমকামীতা নিয়ে চার্চের দীর্ঘদিনের শিক্ষার বিরুদ্ধে। চার্চ কখনোই এ ধরণের অনৈতিক সম্পর্ককে সমর্থন করে না।’

[৫] ২০১৪ সালেও সমকামীদের সপক্ষে মন্তব্য করেন পোপ। তবে তখন তার মন্তব্যকে প্রত্যাখ্যান করে ‘হোলি সি’ প্রেস এবং ভ্যাটিকান সিটির পরিচালক কর্তৃপক্ষ।

[৬]২০১৮ সালে অভিভাবকদের উদ্দেশ্যে সমকামী সন্তানদের পূর্ণ স্বাধীনতা বার্তা দিয়ে পোপ বলেছিলেন, ‘ঈশ্বরের ইচ্ছায় যদি কেউ সমকামিতার পথ বেছে নেয়, তবে প্রশ্ন তোলার কিছু নেই। সন্তান সমকামী জানতে পারলে চুপ থাকবেন না। নিন্দাও করবেন না। বরং কথা বলুন। সন্তানকে স্বাধীনতা দিন। সমকামিতার কথা প্রকাশ পেলে তাকে পরিবার থেকে দূরে সরিয়ে রাখা একেবারেই ঠিক নয়।’

[৭]এর আগে জন্মনিয়ন্ত্রণ নিয়েও গির্জার রক্ষণশীলতা ভেঙে পোপ ফ্রান্সিস বলেছিলেন, ‘প্রচুর সন্তানের জন্ম দিলেই নিষ্ঠাবান ক্যাথলিক হওয়া যায় না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়