শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংলাপে বসছে আজারবাইজান ও আর্মেনিয়া

সিরাজুল ইসলাম: [২] ওয়াশিংটন ডিসিতে শুক্রবার এ সংলাপ অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এতে উপস্থিত থাকবেন। উভয় দেশ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। রয়টার্স

[৩] এরই মধ্যে রাশিয়ার মধ্যস্থতায় দেশ দুইটির মধ্যে দুই বার অস্ত্রবিরতি চুক্তি হয়। কিন্তু এটা কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙ্গে যায়।

[৪] নাগরনো-কারাবাখ নিয়ে আঞ্চলিক দুই পরাশক্তি রাশিয়া ও তুরস্ক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে। আজারবাইজানে থাকা পাইপলাইনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এ পাইপলাইনের মধ্য দিয়ে বিশ্ব বাজারে প্রাকৃতিক গ্যাস ও তেল সরবরাহ করা হয়। ডেইলি সাবাহ

[৫] বাকু ও ইয়েরাভানের মধ্যে কখন আলোচনা হবে তা জানা যায়নি। পম্পেও দুই পক্ষের সঙ্গে একই সঙ্গে নাকি আলাদাভাবে বসবেন, তাও জানা যায়নি। ওএসসিই মিন্সক গ্রপের সঙ্গেও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বেইরামভ সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এ গ্রুপের কো চেয়ার রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। কয়েক বছর ধরে এ গ্রুপ দেশ দুইটির মধ্যে মধ্যস্থতা করে আসছে। তুরস্কও এ গ্রুপের সদস্য। কিন্তু দেশটি এ আলোচনায় অংশ নিচ্ছে না। বিবিসি

[৬] ২৭ সেপ্টেম্বর থেকে দেশ দুইটির মধ্যে যুদ্ধ চলছে। মঙ্গলবারও আর্মেনিয়ার ৪৩ সেনা নিহত হয়েছে বলে তারা জানিয়েছে। এ নিয়ে তাদের প্রায় ৮০০ সেনা নিহত হয়েছে। সিএনন

[৭] নাগরনো-কারাবাখ ভূখন্ড আর্ন্তজাতিকভাবে আজারবাইজানের ভূমি। প্রতিবেশী আর্মেনিয়ার সহায়তা ও সহযোগিতা নিয়ে জাতিগত আর্মেনিয়রা অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অঞ্চলটি নিয়ে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়। আলজাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়