তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরিয়তনগর এলাকা হতে ১০ কেজি গাঁজা , ১ টি প্রাইভেটকার’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে অভিযানে মাদকসহ আটক ব্যবসায়ী হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানার কালিপুর গ্রামের মো: ইকবাল মিয়ার ছেলে মোঃ শরিফ মিয়া (২৫)। র্যাব-১৪ জানায়, ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল আশুগঞ্জ থানাধীন শরিয়তনগর এলাকায়
[৩] একটি প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তল্লাশী চালিয়ে গাঁজা উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।