শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের সীমান্তে প্রাচীর নির্মাণ করছে গ্রিস

ডেস্ক রিপোর্ট: তুরস্কের উত্তরপূর্ব সীমান্তে প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইউরোপীয় দেশ গ্রিস।

অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ ঠেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ খবর জানিয়েছে ডেইলি সাবাহ।

সোমবার গ্রিসের সরকার জানিয়েছে, ইউরোপ ইউনিয়নভুক্ত দেশটিতে ব্যাপকহারে অভিবাসীরা অনুপ্রবেশ করতে পারেন; এমন উদ্বেগ থেকে প্রাচীর নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এপ্রিলে প্রকল্পটি সম্পন্ন হলে প্রধানমন্ত্রী পুনরায় পরিদর্শনের যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া এভরোস এলাকায় ১০ কিলোমিটার সীমান্তের নিরাপত্তায় সরকার আরও ৪০০ সীমান্তরক্ষী নিয়োগ দেয়া হয়েছে।

সরকারের মুখপাত্র স্টেলিওস পেটসাস বলেছেন, আগামী বছরের এপ্রিলের আগে তুরস্ক সীমান্তে আরও ২৬ কিলোমিটার প্রাচীর নির্মাণ করা হবে। ৭৪ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রাচীর নির্মাণের এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। এটি এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে।

এই ২৬ কিলোমিটার প্রাচীর আগের নির্মিত ১০ কিলোমিটার প্রাচীরের সঙ্গে সংযুক্ত করা হবে।

তুরস্ক যখন মার্চে শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়েছিল সে সময় এই ২৬ কিলোমিটার প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নেয় গ্রিস। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়