সুজন কৈরী : [২] দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৫ টি মোটর সাইকেল উদ্ধার করেছে ডিএমপির মিরপুর থানা পুলিশ। এ সময় চুরির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জসীম ওরফে সোহাগ (৩২), সাগর (২৫) ও শাহআলম (৪০)।
[৩] মিরপুর থানা পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে জসীমকে ১টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে, ওইদিন বিকেলে নোয়াখালীর চাটখিল এলাকা থেকে ১টি চোরাই মোটর সাইকেলসহ সাগরকে গ্রেপ্তার করা হয়। জসীম ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে সাগরের কাছে বিক্রি করতো।
[৪] পুলিশ আরও জানায়, জসীম ও সাগরের দেয়া তথ্যে শনিবার কেরানীগঞ্জ এলাকা থেকে ২টি চোরাই মোটর সাইকেলসহ শাহআলমকে গ্রেপ্তার করা হয়। পরে শাহআলমকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যে মিরপুরের একটি গ্যারেজ থেকে আরও ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে।