শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ থেকে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ

রাহুল রাজ: [২] এশিয়ান দাবা ফেডারেশনের আয়োজনে এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা আজ (১৭ অক্টোবর, শনিবার) অনুষ্ঠিত হয়েছে।

[৩] ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ দল মহিলা বিভাগে ৬ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে। আজ অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ মহিলা দল ১.৫-২.৫ গেম পয়েন্টে সিঙ্গাপুরের কাছে হেরে যায়।

[৪] বাংলাদেশ দলের পক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সিঙ্গাপুরের রাইচ লাওরেনকে পরাজিত করেন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ফিদে মাস্টার লিউ ইয়াং হেজেলের সাথে ড্র করেন।

[৫] আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন মহিলা গ্র্যান্ড মাস্টার গং কুয়ানইয়নের কাছে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ফেং কুনের কাছে হেরে যান। পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩-১ পয়েন্টে নিউজিল্যান্ডকে পরাজিত করে।

[৬] বাংলাদেশ দলের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন যথাক্রমে নিউজিল্যান্ডের গেন এমিলি, রিতিকা জোসেফ ও ফেং সোফিয়াকে পরাজিত করেন।

[৭] আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন নিং ইসাবেলি ইয়িজুয়ানের কাছে হেরে যান। ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে লেবাননের সাথে ড্র করে। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন [৮] যথাক্রমে লেবাননের আমানি আলী খান ও আসুম নূরকে পরাজিত করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা যথাক্রমে মহিলা ফিদে মাস্টার এলিনা নেকরাসোভা ও মহিলা ফিদে মাস্টার জালয়াউল মায়ার কাছে হেরে যান।

[৯] আগামীকাল (রোববার) ১৮ ই অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২-০০ হতে ওপেন বিভাগের খেলা শুরু হবে। ওপেন বিভাগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। মহিলা বিভাগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা আগামী ১৯ অক্টোবর, সোমবার অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়