শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ থেকে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ

রাহুল রাজ: [২] এশিয়ান দাবা ফেডারেশনের আয়োজনে এশিয়ান নেশনস কাপ দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা আজ (১৭ অক্টোবর, শনিবার) অনুষ্ঠিত হয়েছে।

[৩] ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ দল মহিলা বিভাগে ৬ ম্যাচে ৬ পয়েন্ট অর্জন করেছে। আজ অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ মহিলা দল ১.৫-২.৫ গেম পয়েন্টে সিঙ্গাপুরের কাছে হেরে যায়।

[৪] বাংলাদেশ দলের পক্ষে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সিঙ্গাপুরের রাইচ লাওরেনকে পরাজিত করেন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ফিদে মাস্টার লিউ ইয়াং হেজেলের সাথে ড্র করেন।

[৫] আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন মহিলা গ্র্যান্ড মাস্টার গং কুয়ানইয়নের কাছে ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ফেং কুনের কাছে হেরে যান। পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩-১ পয়েন্টে নিউজিল্যান্ডকে পরাজিত করে।

[৬] বাংলাদেশ দলের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন যথাক্রমে নিউজিল্যান্ডের গেন এমিলি, রিতিকা জোসেফ ও ফেং সোফিয়াকে পরাজিত করেন।

[৭] আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন নিং ইসাবেলি ইয়িজুয়ানের কাছে হেরে যান। ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে লেবাননের সাথে ড্র করে। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার নোশিন [৮] যথাক্রমে লেবাননের আমানি আলী খান ও আসুম নূরকে পরাজিত করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার শিরিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা যথাক্রমে মহিলা ফিদে মাস্টার এলিনা নেকরাসোভা ও মহিলা ফিদে মাস্টার জালয়াউল মায়ার কাছে হেরে যান।

[৯] আগামীকাল (রোববার) ১৮ ই অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ১২-০০ হতে ওপেন বিভাগের খেলা শুরু হবে। ওপেন বিভাগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। মহিলা বিভাগের সপ্তম, অষ্টম ও নবম রাউন্ডের খেলা আগামী ১৯ অক্টোবর, সোমবার অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়