শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বগুড়ায় বিট পুলিশিং সমাবেশ

জিএম মিজান: [২] ধর্ষণ, নারী নির্যাতন ও নারী উত্যক্তকারীদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশের ন্যায় বগুড়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শনিবার সকাল ১০টায় শহরের শহীদ খোকন পার্কে বিট পুলিশিংয়ের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৩] সমাবেশে বিভিন্ন বিট এলাকা থেকে দুই হাজার সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।

[৪] সমাবেশে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের বগুড়া জেলার সাবেক কমান্ডার রুহুল আমিন বাবলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান,

[৫] টিএমএমএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া বারের সভাপতি এডভোকেট গোলাম ফারুক, বগুড়া মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল ইসলাম,

[৬] নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ বগুড়ার পিপি নরেশ চন্দ্র মূখার্জী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, মালতীনগর বকশীবাজার এলাহি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু এবং শিক্ষার্থীদের পক্ষে মৌ মনি।

[৭] ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বক্তারা, বর্তমান সময়ে নারীদের নির্যাতন প্রতিরোধে এমন সিদ্ধান্ত যুগোপযোগী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পুলিশের (মুখপাত্র) ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়