শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে ৩০ টাকায় মিলছে না আলু

মঈন উদ্দীন: [২] সরকার প্রতিকেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দিলেও সেই দামে আলু মিলছে না। শনিবার বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠেন ক্রেতারা। অথচ সারাবছর ধরেই আলু কেজিতে ৩০ থেকে ৩৫ টাকায় কিনতে পারতেন ক্রেতারা। তবে হঠাৎ করেই এক সপ্তাহ ধরে সেই আলু ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে শুরু করেন বিক্রেতারা।

[৩] সরকারের কৃষি বিপণন অধিদপ্তর আলুর দাম কেজিপ্রতি ৩০ টাকা নির্ধারণ করে দেয়। এ নিয়ে গত বুধবার দেশের প্রত্যেক জেলা প্রশাসককে চিঠিও দেয়া হয়। তারপরও নিদের্শনা মানছেন না স্থানীয় বিক্রেতারা। শনিবার নগরীর সাহেববাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাজারে প্রতিটি সবজির দোকানেই পাওয়া গেছে আলু।

[৪] বিক্রেতারা জানান, আলু এখন ৪০ টাকা কেজি। আবার কোনো কোনো বিক্রেতা ৪৫ টাকা চান। তবে দামদর শেষে তারা ৪০ টাকায় আলু বিক্রি করতে রাজি হন।

[৫] আলুর দাম জানতে চাইলে সবজি বিক্রেতা আনার হোসেন বলেন, আজকে আলুর দাম ৪০ টাকা কেজি। শুনেছি সরকার ৩০ টাকা আলুর দাম নির্ধারণ করে দিয়েছে। তবে আমরাই পাইকারি বাজার থেকে ৩৫ টাকা কেজিতে কিনেছি। তাই এখনও ৪০ টাকা কেজিতে বিক্রি করছি।

[৬] রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, প্রতিদিনই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। শুনেছি কেউ কেউ এখনও ৪০ টাকা কেজিতে আলু বিক্রি করছেন। আবারও জোরালোভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

[৭] জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তারের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল মারুফ বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী সারাদেশে আলুর দাম ৩০ টাকা। আমরা রাজশাহীর বিভিন্ন বাজার মনিটরিং করছি। আলুর দাম বেশি নিলে জরিমানা করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়