শিরোনাম
◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো 

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:২২ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত নেতাকর্মীর ভিড়ে ভেঙেই গেল নির্বাচনী প্রচারণা মঞ্চ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: নির্বাচনী প্রচারণা মঞ্চে উঠেছেন জনতা দল ইউনাইটেডের নেতা চন্দ্রিকা রাই। মঞ্চে অতিরিক্ত নেতাকর্মীর ভিড়ে বক্তব্য দিতে চন্দ্রিকা মাইক্রোফোন হাতে নেওয়া মাত্রই ভেঙে গেল মঞ্চ। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার বিহারের সোনপুর বিধানসভা কেন্দ্রে লড়ার জন্য মনোনয়ন জমা দেন চন্দ্রিকা রাই। এরপর একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাজীবপ্রতাপ রুডিও। করোনাভাইরাসের কোনো রকম সতর্কতা না মেনে মঞ্চে ছিল প্রচুর ভিড়।

চন্দ্রিকার বক্তব্যের আগে বক্তব্য দিচ্ছিলেন রাজীব। তিনি একটি মালা পরিয়ে চন্দ্রিকাকে শুভেচ্ছা জানান। বক্তব্য দিয়ে রাজীব মাইক্রোফোনটি চন্দ্রিকার হাতে তুলে দেন। কিন্তু চন্দ্রিকা বক্তব্য দেওয়ার আগেই ভেঙে পড়ে মঞ্চ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মঞ্চটি একেবারে সোজাসুজি ভেঙে মাটিতে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যেই চলছে বিহারের নির্বাচনী প্রচার। বিহার বিধানসভার ভোট আগামী ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

চন্দ্রিকা রাই ১৯৮৫ সাল থেকে বিহারের পরসা বিধানসভা কেন্দ্রে থেকে বেশ কয়েকবার জিতেছেন। আরজেডির মন্ত্রী ছিলেন তিনি। চন্দ্রিকা সম্পর্কে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বেয়াই। ২০১৮ সালে চন্দ্রিকার মেয়ের সঙ্গে লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে হয়। ওই বছরের আগস্টে তিনি আরজেডি ছেড়ে জনতা দল ইউনাইটেডে যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়