শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খরচ কমাতে ৭ হাজার ব্রিটিশ সেনা হ্রাসের প্রস্তাব

রাশিদুল ইসলাম : [২] ব্রিটিশ সেনা বাহিনীতে এধরনের প্রস্তাব দিয়ে বলা হয়েছে আগের মত আর হাজার হাজার সেনা রিক্রুট করা যাবে না। ডেইলি মেইল এ প্রতিবেদনে বিষয়টিকে ‘আত্মসমর্পণে’র সঙ্গে তুলনা করে বলছে ৮২ হাজার সেনা থেকে ছেঁটে ফেলার যে প্রস্তাব মন্ত্রিসভায় দেয়া হয়েছে তা বাস্তবায়ন করলে সেনা সংখ্যা দাঁড়াবে ৭৫ হাজার।

[৩] যুদ্ধের ধরণ পাল্টে যাওয়ায় এবং হাইটেক প্রযুক্তি আসায় সেনা হ্রাসের এ স্থান পূরণ হবে অত্যাধুনিক সমরযন্ত্র দিয়ে। বলা হচ্ছে ৭৪ হাজার শক্তিশালী সেনা যথেষ্ট বলে জানিয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তারা।

[৪] বিটিশ সেনাবাহিনীতে সাশ্রয় আনতে ১০ বছর মেয়াদী একটি পরিকল্পনার অংশ হিসেবে সেনা হ্রাসের এ উদ্যোগ নেয়া হয়েছে।

[৫] ব্রিটেনের কমন্স ডিফেন্স সিলেক্ট কমিটির চেয়ারম্যান এলউড বলেছেন সেনা হ্রাসের বিষয়টি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। এটা এক ধরনের পাগলামি।

[৬] এলউড বলেন আমাদের প্রচুর যোদ্ধা ও যুদ্ধের ময়দানে চ্যালেঞ্জ নিতে জানে এমন সেনার অভাব রয়েছে। ফলে ব্রিটিশ সেনাদের ওপর চাপ আরো বাড়বে। দক্ষ সেনার যথেষ্ট অভাব রয়েছে বলা যায়।

[৭] ব্রিটেন বা বিদেশের মাটিতে যেসব ব্রিটিশ সেনা রয়েছে তারা বরং ক্লান্ত এবং এমন এক সময়ে ব্রিটিশ সেনা কমানো হচ্ছে যখন বিশ্বে নিরাপত্তা ঝুঁকি আরো বাড়ছে। বলেন এলউড।

[৮] ব্রিটেনের একটি সরকারি সূত্র বলছে সেনাবাহিনীতে কেউ চাকরি হারাবে না। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেনা হ্রাসের বিষয়টি প্রস্তাবনা মাত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়