শিরোনাম
◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দুই মেরুতে দুই জোট ◈ আর্জেন্টিনার গোলরক্ষ‌কের বাড়িতে আগুন ও বিস্ফোরণ ◈ ‌টেস্ট ক্রিকে‌টে সাকিব আল হাসান‌কে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাইজুল ◈ ডিসি বদলির ঝড়: নির্বাচন সামনে রেখে প্রশাসনে তীব্র টানাপোড়েন ◈ তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান: অস্ট্রেলিয়ান পার্লামেন্টে মোশন ◈ পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম, আসছে নতুন কর্মসূচি ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন—রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান ইইউর ◈ ফেব্রুয়ারির আগেই নির্বাচন: সার্বিক প্রস্তুতি সম্পন্ন—স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ২১ ট্রিলিয়ন টাকার ঋণ: রাজস্ব ঘাটতি ও বড় প্রকল্পে চাপ বাড়ছে ◈ আমাদের ওপর দাদাগিরি বন্ধ করেন: ভারত সরকারকে মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমপি নিক্সন চৌধুরীর বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

হারুন-অর-রশীদ: [২]স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিচার দাবিতে ভাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানব বন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

[৩] মানব বন্ধনে বক্তারা স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরী কর্তৃক জেলা প্রশাসক ও এসিল্যান্ডকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও একজন নারী ইউএনওর সাথে অসদাচরণের প্রতিবাদ জানান।

[৪] মানব বন্ধনে বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান, সোবাহান মুন্সী, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মীর হাসমত আলী, ভাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন শেখ, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মিঠুন চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

[৫] ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা তার বক্তৃতায় বলেন, ‘স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরী গত ১০ অক্টোবর ফরিদপুর জেলা প্রশাসক, ভাঙ্গার এসিল্যান্ড ও চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। তার প্রতিবাদে ও বিচার দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন। অবিলম্বে নিক্সন চৌধুরীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি করছি।’

[৬] মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মীর হাসমত আলী বলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাকে এমপি সাহেব রাজাকার বলেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়