শিরোনাম
◈ পাজর থেত‌লে দেয়ার অ‌ভি‌যোগ, চো‌খের নি‌চে ও কপা‌লে আঘা‌তের চিহ্ন নিয়ে আদালতে হাজিরা দিলেন মাদুরোর স্ত্রী ◈ ট্রা‌ম্পের ম‌স্তিস্ক অচল, যুক্তরাষ্ট্র ভয়াবহ স্বৈরশাসকের হাতে আটকা পড়েছে: ব্রিটিশ গবেষক ◈ জোটের আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলন টানাপোড়েন ◈ স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যা‌বে না এমবাপে‌কে ◈ সাবেক ক্রিকেটার নয়, আ‌মি নি‌জে‌কে কোচ হিসেবে প‌রিচয় দি‌তে চাই: আব্দুর রাজ্জাক ◈ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা দেবেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা ◈ ৬.৭ ডিগ্রিতে নেমে এলো নওগাঁর তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন ◈ জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস সহ শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:৪৪ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ কোটি টাকার জাল ষ্ট্যাম্প ও রেভিনিউ ষ্ট্যাম্প, কোর্ট ফি ও তা তৈ‌রির সরঞ্জামসহ আটক ১

সুজন কৈরী : নারায়নগঞ্জ এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে বিপুল প‌রিমাণ জাল স্ট্যাম্প, রে‌ভি‌নিউ স্ট্যাম্প, কোর্ট ফি ও তা তৈ‌রির ডাইস এবং কেমিক্যাল, সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, অত্যাধুনিক মেশিন, কম্পিউটার উদ্ধার ক‌রে‌ছে পু‌লি‌শের অপরাধ তদন্ত বিভাগ (সিআই‌ডি)। আটক করা হ‌য়ে‌ছে মো. রাজু আহমেদ অমিত (১৯) না‌মের জাল চক্রের ১জন সদস্যকে।

বৃহস্পতিবার দুপু‌রে রাজধানীর মা‌লিবা‌গে ‌সিআই‌ডি কার্যাল‌য়ে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে সংস্থার অ‌তি‌রিক্ত ডিআই‌জি শেখ রেজাউল হায়দার ব‌লেন, গোপন ত‌থ্যে জানা যায়, নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিঝমিঝি মধ্য কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের হাজী মনর উদ্দিন সুপার মার্কেটের কেয়ার প্রিন্ট্রিং, কেয়ার স্টেশনারী ও কেয়ার ইলেক্ট্রনিক্স নামক দোকানের ভেতরে জাল জালিয়াতির চক্রের কতিপয় সদস্য সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রন যোগ্য বিভিন্ন ধরনের জাল রাজস্ব স্ট্যাম্প (রেভিনিউ স্ট্যাম্প), নন জুডিশিয়াল স্ট্যাম্প, কোর্ট ফি, সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ের জন্য ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সরকারী স্ট্যাম্প তৈরী করে বিভিন্ন জালিয়াতি ও প্রতারক চক্রের মাধ্যমে দীর্ঘ দিন ধ‌রে দেশের বিভিন্ন এলাকায় বিপনন করছে। ওই তথ্য পাওয়ার পর সংস্থার ঢাকা মেট্রো উত্তরের একটি টিম অভিযান চালি‌য়ে চক্রের প্রেস এবং গোডাউনের সন্ধান পায় এবং রাজু আহ‌মেদ‌কে আটক ক‌রে।

অ‌ভিযানকা‌লে জার্মানির তৈ‌রি ১টি অত্যাধুনিক মেশিন ও কম্পিউটার উদ্ধার করা হয়। এই মে‌শিন ‌দি‌য়েই নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ ষ্ট্যাম্প, কোর্ট ফি, ট্রেড লাইসেন্স তৈরী করা হত। এছাড়া অ‌ভিযানকা‌লে জাল বাংলাদেশ কোর্ট ফি, রেভিনিউ স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প, ট্রেড লাইসেন্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লোগোসহ কভার তৈরী করার মোট ১৭টি টিনের ডাইস, ২, ৩, ৫, ১০ ও ২০ টাকা মূ‌ল্যের জাল বাংলাদেশ কোর্ট ফি, জাল রেভিনিউ ষ্ট্যাম্প, নন জুডিসিয়াল ষ্ট্যাম্প, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স ও ট্রেড লাইসেন্স এর ফরমের কভার, চ‌ক্রের গোডাউন থে‌কে জাল ৫০০ টাকার বিশেষ রেভিনিউ ষ্ট্যাম্প, ১০০ টাকার রেভিনিউ ষ্ট্যাম্প, জাল ১০০ টাকা মূল্য মানের জুডিসিয়াল ষ্ট্যাম্প উদ্ধার করা হ‌য়ে‌ছে। ‌
‌সিআই‌ডি জানায়, অ‌ভিযানকা‌লে মোট ১৬ লাখ ৪৮ হাজার ৫০০টি ষ্ট্যম্প উদ্ধার করা হ‌য়ে‌ছে। যার মূল্য ১ কো‌টি ৮১ লাখ ১২ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়