গাজীপুর প্রতিনিধি: [২] কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, এখন আমাদের চ্যালেঞ্জ পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাবার নিশ্চিত করা। আর এটি করতে হলে কৃষির আধুনিকায়ন করতে হবে। আর জন্য প্রয়োজন কৃষির যান্ত্রিকীকরণ। বর্তমান সরকার কৃষি যান্ত্রিকরণের জন্য তিন হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে।
[৪] তিনি বুধবার বাংলদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে জুম প্লাটফরম অনলাইনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
[৫] মন্ত্রী আরও বলেন, সরকার শতকরা ৫০ থেকে ৭০ ভাগ ভর্তুকিতে কৃষকদেরকে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। তিনি বারি উদ্ভাবিত গ্রীষ্মকালীন পেয়াজের উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্যের আধুনিক প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
[৬] এ বছর কর্মশালার মূল প্রতিপাদ্য ‘কোভিড-১৯ অতিমারী মোকাবেলায় পরিবেশ সুরক্ষা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন’। সম্পাদনা: জেরিন আহমেদ