শিমুল মাহমুদ: [২] বিএনপির মহাসচিব আরও বলেন, ঢাকা-৫ সংসদীয় উপনির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ নিঃসন্দেহে সুপরিকল্পিত। সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীত সন্ত্রস্ত করে সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী করারই নীলনকশা।
[৩] তিনি বলেন, যাত্রাবাড়ীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ওপর হামলার ঘৃণ্য ঘটনায় আমি ধিক্কার, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।
[৪] বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোকে উপেক্ষা করে জনগণকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দিয়েছে বর্তমান সরকার। চোখ রাঙানি দিয়ে সরকার জনগণকে শাসন করতে চায়।
[৫] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনুষ্যসমাজে কখনই কোনও স্বৈরশাসক নিজেদের অবৈধ শাসনকে টিকিয়ে রাখতে পারেনি। গণতান্ত্রিক শক্তির উত্থানে স্বৈরাচারের পতন ঘটেছে দেশে-দেশে। বাংলাদেশেও স্বৈরাচারী শাসকের পতন আসন্ন।
[৬] বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। সম্পাদনা : রায়হান রাজীব