শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাকে আসামের সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি দাবি

মাছুম বিল্লাহ: [২] বাংলা ভাষাকে আসামের সহযোগী সরকারি ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে রাজ্যটির বরাক উপত্যকার বাঙালিরা। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে তারা।

[৩] বরক উপত্যকার বাঙালিদের অন্যতম সংগঠন বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি’র সভাপতি তৈমুর রাজা চৌধুরী ও শিলচর আঞ্চলিক কমিটির সভাপতি সঞ্জীব দেবলস্কর এই স্মারকলিপি দেন। সেখানে বলা হয়েছে, গত ৭ অক্টোবর রাজ্যের সহযোগী সরকারি ভাষা হিসেবে বড়ো ভাষাকে স্বীকৃতি দেয়া হয়েছে। এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বড়ো ভাষাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের সময় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলাকেও বিবেচনা করা উচিত ছিল। কারণ বাঙালিরা শান্তিপ্রিয়, জাতি আদর্শের প্রতি অনুগত এবং স্বাধীনতার পরবর্তীকালে বিভিন্ন প্ররোচনা, ভীতি প্রদর্শন ইত্যাদি সত্ত্বেও কখনও হিংসা ও বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে লিপ্ত হয়নি।

[৪] স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, ১৮৭৪ সালে সিলেট-কাছাড় ও গোয়ালপাড়া নিয়ে চিফ কমিশনার প্রভিন্স গঠনের সময় থেকে বাঙালিরা আসামের অবিচ্ছেদ্য অঙ্গ। এই সময় থেকে বাঙালিরা আসামের আর্থ-সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে আসছেন।

[৫] ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাসকারী বাঙালিরা ১৮৭৪ থেকে ১৯১২ পর্যন্ত এবং ১৯১২ থেকে ১৯৪৭ পর্যন্ত সময়ের বৃহত্তর আসামের বাসিন্দাদের উত্তরসূরি। তারা সবাই বৃহত্তর ভারতীয় সমাজের ঐতিহ্য বহন করেই আসামে রয়েছেন। এমনকী দেশভাগের সময় সিলেটের যে অংশ পাকিস্তানের হাতে চলে যায় এবং এতে সেখানকার যেসব মানুষ ভারতে চলে আসেন তারা নিঃসন্দেহে ভারতীয় এবং অবশ্যই আসামবাসী। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়