শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের কোভিড প্রতিরোধ ক্ষমতা স্থায়ী নয়, সতর্ক করলেন ফাউচি

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের সংক্রমণ বিশেষজ্ঞ এ্যান্থনি ফাউচি বলেছেন কোভিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড প্রতিরোধে যে সক্ষমতা অর্জন করেছেন তা অস্থায়ী। তাই তার এখনো মাস্ক পরা উচিত এবং বিষয়টিকে অবহেলা করা ঠিক নয়। বরং অতিরিক্ত সাবধানী হতে হবে। সিএনএন/স্পুটনিক

[৩] গত সপ্তাহে ট্রাম্প হাসপাতাল থেকে ছাড়া পান। তার চিকিৎসক তাকে কোভিড মুক্ত বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প এখন রীতিমত প্রেসিডেন্ট নির্বাচনে নেমে পড়েছেন। ট্রাম্প নিজেও বলছেন আপনি যখন একবার কোভিডে আক্রান্ত হন তখন আপনি ভাল বোধ করবেন কারণ আপনার ততক্ষণে প্রতিরোধ ক্ষমতা ফিরে আসবে।

[৪] কিন্তু সিএনএন’কে ফাউচি বলছেন যদি প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন কোভিডে আক্রান্ত হওয়ার তিনি পুরোপুরি সেরে উঠেছেন এবং তার মাধ্যমে অন্য কেউ আক্রান্ত হবেন না তাহলে তা ভুল হবে। কারণ কিছু সময়ের জন্যে এটা সত্যি মনে হয় যে আপনি সেরে উঠেছেন। কিন্তু কতক্ষণ আপনি নিজেকে রক্ষা করতে পারছেন বা পুনরায় আক্রান্ত হচ্ছে ন কি না সেটাও ভেবে দেখার বিষয়। প্রযুক্তিগতভাবে বলতে গেলে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধার করেছেন, তার প্রতিরোধ ক্ষমতা আছে যা তাকে পুনরায় সংক্রমণ থেকে রক্ষা করবে।

[৫] ফাউচি বলেন দেখা গেছে কোভিডে আক্রান্ত হওয়ার পর ১০দিন কেটে গেলে সাধারণত আপনি আর কাউকে সংক্রমণ করার ক্ষমতা হারিয়ে ফেলেন। কিন্তু তা নিশ্চিত হতে পিসিআর পরীক্ষা প্রয়োজন এবং কারণ ভাইরাসের কয়েকটি স্তর রয়েছে। তাই আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেই পুরোপুরি ঝুঁকিমুক্ত বা প্রতিরোধ ক্ষমতার অধিকারী তা বলা যায় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়