শিরোনাম
◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিতে একদিনে ৫ হাজার মানুষ করোনা আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: করোনা সংক্রমণের প্রথম ধাপ সফলতার সঙ্গে পার করলেও দ্বিতীয় ধাপে এসে অনেকটাই উদ্বিগ্ন জার্মানি।

এপ্রিল মাসের পর থেকে জার্মানি করোনাভাইরাস সংক্রমণের হার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হলেও এখন আবার তা ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে সব মহলে।

সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দেশটিতে। বৃহস্পতিবার জার্মানিতে ৪৪০১ জন এবং শুক্রবার একদিনে নতুন করে ৪৯৬৪ জন মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন; যা গত ৮ এপ্রিলের পর সবচেয়ে বেশি।

এদিকে জার্মানিতে নতুন করে কয়েকজন প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এমন অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দিয়েছেন ফ্রাঙ্কফুর্ট মাবিন বাংলা মসজিদের খতিব হাফেজ মাওলানা সাইদ ইব্রাহীম।

নতুন সংক্রমণ ঠেকাতে বড় বড় কয়েকটি শহরে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। রাজধানী বার্লিনে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব রেস্টুরেন্ট-বার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আর বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে রাত ১০টার মধ্যে সব রেস্টুরেন্ট, বার, কফি শপ বন্ধ এবং ঘরোয়াভাবে ১০ জন এবং বাহিরে ২৫ জনের বেশি একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জার্মানিতে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ৪৭৮ জন মানুষ করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন; যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭২ হাজার মানুষ। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজার ৬৭০ জন।যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়