আসিফুজ্জামান পৃথিল: [২] এক শহরে ১২জন নতুন রোগীর সন্ধান পাওয়ায় এই বিশাল পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে দেশটি। এই পরীক্ষা মাত্র ৫ দিনে করা হবে। যাদের পরীক্ষা করা হবে তাদেরকে কোনও অর্থও ব্যয় করতে হবে না। সিএনএন
[৩] এই ১২ জনে পাওয়া গেছে চীনা শহর কুইনদাওতে। মধ্য আগস্ট থেকে প্রায় পুরোপুরি করোনাভাইরাসমুক্ত হয়ে গেছে চীন। কিন্তু ১১ অক্টোবর কুইনদাওতে স্থানীয়ভাবে সংক্রমিত ১১টি ঘটনা পাওয়া যায়। যেই হাসপাতালে তাদের পরীক্ষা করা হয়েছে, পুরো এলাকাটিই লক ডাউন করে ফেলা হয়েছে। এবার পরীক্ষা করা হবে শহরের সব নাগরিককে। শিনহুয়া
[৪] এ ধরনের তড়িৎ সিদ্ধান্ত নিতে এর আগেও বেইজিং বা অন্য শহরগুলোতে দেখা গেছে। কিন্তু এই প্রথম এতো বিশাল এক শহরের সব জনসংখ্যাকেই পরীক্ষার আওতায় আনা হচ্ছে। এই শহরটিতে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। বেশ ভালো পরিমাণ বিদেশি পর্যটকেরও সমাগম হয় এখানে। সিএনএন
[৫] সর্বপ্রথম চীনের উহানে এই রোগটির উদ্ভব হয় বলেই প্রমাণ মিলেছে। এরপর চীন নিজেদের রোগের বিস্তার সামলাতে পারলেও বাকি বিশ্ব পারেনি। সারা বিশ্ব যখন ২য়বার বন্ধ হবার শঙ্কায় রয়েছে, তখন পুরোপুরিই সচল আছে চীন।