শিরোনাম
◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর মাইলফলকের ম্যাচে জোড়া গোল ◈ দুই মামলায় ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন আখতার হোসেন

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৯:৩৩ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ইয়াবা ও অস্ত্রসহ আটক -৫

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও ৪০হাজার ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ যুবককে আটক করেছে র‌্যাব-১৫।

[৩] সোমবার ভোররাতে হ্নীলা ইউপি জাদিমোড়া ওমর খাল ব্রীজে সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন,হ্নীলা ইউপি উলুচামারি স্কুল পাড়ার মৃত কালা মিয়ার ছেলে মো. শাহজালাল (১৯), রঙ্গিখালী এলাকার মৃত নবী হোসেনের ছেলে মো. খায়ের (১৯), একই ইউপি গাজীপাড়ার সাবের আহাম্মদের ছেলে নুরুল আফসার (২২), উলুচামারি এলাকার নুরুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৩) ও একই এলাকার আব্দুল হাকিমের ছেলে হেলাল উদ্দিন (২৬)।

[৪] সোমবার (১২ অষ্টোবর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন,হ্নীলা ইউপি জাদিমোড়া ওমর খাল ব্রীজের ২৫ গজ উত্তর পশ্চিমে সংলগ্ন এলাকায় সরু কাঁচা সড়কের উপর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

[৫] এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যাওয়ার সময় পাঁচ যুবককে আটক করতে সক্ষম হয়। ধৃতদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে তাদের কাছে ইয়াবা ও অস্ত্র রয়েছে। পরবর্তীতে স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও ৪০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা।

[৬] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে যে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ও অস্ত্র সহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়