শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ডেনভারে ডানপন্থিদের বিক্ষোভে গুলি, নিহত ১

সিরাজুল ইসলাম: [২] ডানপন্থীদের ‘প্যাট্রিয়ট র‌্যালি’তে শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ সন্দেভাজন হামলাকারীকে আটক করেছে। তিনি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। তার সঙ্গে প্রতিপক্ষের বিক্ষোভকারীদের সম্পর্ক নেই। বিবিসি

[৩] কয়েকটি বামপন্থি গ্রুপের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার-অ্যান্টিফা স্যুপ ড্রাইভ’ এর বিপরীতে ডানপন্থিরা ‘প্যাট্রিয়ট র‌্যালি’র নামে বিক্ষোভ করেছে। ডেনভার আর্ট মিউজিয়াম প্রাঙ্গণে গুলিবিদ্ধ হন ওই বিক্ষোভকারী।

[৪] ডেনভার পোস্ট পত্রিকার ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ওই নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালাচ্ছে এবং পিপার স্প্রে ছুঁড়ছে। পরে নিরাপত্তারক্ষী ফাঁকা গুলি চালান।

[৫] ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া বলেন, দুপুর সাড়ে তিনটার কিছু সময় পর কথা কাটাকাটি হয়েছে এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক করা উদ্ধার হয়েছে। সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

[৫] কুসা টিভির ওয়েবসাইটে বলা হয়েছে, ওই নিরাপত্তারক্ষী তাদের ভাড়া করা নিরাপত্তাকর্মী। কয়েক মাস ধরেই বিক্ষোভস্থলে নিয়োজিত কর্মীদের সুরক্ষায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ভাড়া করে আসছে তারা।

[৬] ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া কুসা টিভির ওই দাবির ব্যাপারে কিছু বলতে পারেননি। তিনি জানিয়েছেন, নিহত এবং সন্দেহভাজন কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়