শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ডেনভারে ডানপন্থিদের বিক্ষোভে গুলি, নিহত ১

সিরাজুল ইসলাম: [২] ডানপন্থীদের ‘প্যাট্রিয়ট র‌্যালি’তে শনিবার এ ঘটনা ঘটে। পুলিশ সন্দেভাজন হামলাকারীকে আটক করেছে। তিনি ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন। তার সঙ্গে প্রতিপক্ষের বিক্ষোভকারীদের সম্পর্ক নেই। বিবিসি

[৩] কয়েকটি বামপন্থি গ্রুপের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার-অ্যান্টিফা স্যুপ ড্রাইভ’ এর বিপরীতে ডানপন্থিরা ‘প্যাট্রিয়ট র‌্যালি’র নামে বিক্ষোভ করেছে। ডেনভার আর্ট মিউজিয়াম প্রাঙ্গণে গুলিবিদ্ধ হন ওই বিক্ষোভকারী।

[৪] ডেনভার পোস্ট পত্রিকার ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ওই নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালাচ্ছে এবং পিপার স্প্রে ছুঁড়ছে। পরে নিরাপত্তারক্ষী ফাঁকা গুলি চালান।

[৫] ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া বলেন, দুপুর সাড়ে তিনটার কিছু সময় পর কথা কাটাকাটি হয়েছে এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি বন্দুক করা উদ্ধার হয়েছে। সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

[৫] কুসা টিভির ওয়েবসাইটে বলা হয়েছে, ওই নিরাপত্তারক্ষী তাদের ভাড়া করা নিরাপত্তাকর্মী। কয়েক মাস ধরেই বিক্ষোভস্থলে নিয়োজিত কর্মীদের সুরক্ষায় ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ভাড়া করে আসছে তারা।

[৬] ডেনভার পুলিশের তদন্ত বিভাগের প্রধান জোয়ে মন্টোয়া কুসা টিভির ওই দাবির ব্যাপারে কিছু বলতে পারেননি। তিনি জানিয়েছেন, নিহত এবং সন্দেহভাজন কারোরই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়