শিরোনাম
◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর ◈ ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৯২, ‘ব্যাপক হত্যাকাণ্ডের’ শঙ্কা মানবাধিকার সংস্থার

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে সোমবার

আনিস তপন: [২] যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডের সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান যোগ করে ‘নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০’ সংশোধন করছে সরকার। এ লক্ষ্যে সোমবার মন্ত্রিসভা বৈঠকে আইনটির খসড়া সংশোধনী প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

[৩] নারী ও শিশুনির্যাতন দমন আইন অনুযায়ী, বিদ্যমান আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডসহ অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।

[৪] দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যে এই পদক্ষেপ নিল সরকার। সংশোধনের প্রস্তাবটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘নারী ও শিশুনির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া উপস্থাপন করা হবে।

[৫] সোমবার সকালে অনুষ্ঠেয় ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত থাকবেন।

[৬] গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গণমাধ্যমে জানিয়েছিলেন, ধর্ষণ ও নারী নির্যাতন রোধে বিদ্যমান আইনের ৯(১) ধারায় পরিবর্তন আনা হচ্ছে। এই ধারায় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করে প্রস্তাব দেয়া হবে। তাছাড়া আরও কয়েকটি স্থানে ছোট ছোট পরিবর্তন আনা হচ্ছে আইনে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আইন সংশোধনের এই উদ্যোগ নেয়া হয়েছে বলেও তখন জানিয়েছিলেন আইনমন্ত্রী। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়