নূর মোহাম্মদ : [২] রোববার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।শিশু দুটির চাচা অ্যাডভোকেট রেহান নবীকে দুই সপ্তাহের মধ্যে সম্পদের হিসাব সম্পন্ন করতে বলা হয়েছে। এছাড়া এ সময়ের জন্য কাজী আদিয়ান নবী ও কাজী নাহিয়ান নবীর ভরণ-পোষণের জন্য এক লাখ টাকা দিতে হবে চাচা রেহান নবীকে।
[৩] এর আগে গত ৪ অক্টোবর মধ্যরাতে আদালত বসিয়ে দুই শিশুর অধিকার ফিরিয়ে দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে ওই দুই শিশু, তাদের চাচা রেহান নবীকে ১১ অক্টোবর আদালতে আসতে বলা হয়।