আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে বিষধর সাপের কামড়ে হাবিবুর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার হোসেনপুর ইউপি’র লক্ষ্মীপুর কয়ারপাড়া গ্রামে। হাবিবুর ওই গ্রামের আব্দুলের ছেলে।
[৩] পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় হাবিবুর শুক্রবার রাতে পরিবারের লোকজনের সাথে খাবার খেয়ে নিজ শয়ন ঘরে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে কালো রঙের একটি বিষধর সাপ তার শয়ন ঘরে ঢুকে পড়ে হাবিবুরের ডান হাতের আঙ্গুলে কামড় দেয়।
[৪] পরে তার আত্মচিৎকারে পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে চিকিৎসার জন্য তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে ইনজেকশন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
[৫] রংপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বিষধর সাপটি ভোর রাত পর্যন্ত তার শয়ন ঘরে খাটের উপরই ছিল। হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাবিবুরের মৃত্যু এলাকা শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: সাদেক আলী