সুজন কৈরী: [২] রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে র্যাব-১০।
[৩] ব্যাটালিয়নটি জানিয়েছে, ব্যাটালিয়নের সিপিসি- ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল শুক্রবার রাতে কামরাঙ্গীরচরের বড়গ্রাম চোয়ারম্যান বাড়ীর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় মো. নাসির (৩৫) ও মো. ওয়াহিদুল ইসলাম (৫০) নামের ২ জন মাদক ব্যবসায়ীকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোনসেট এবং নগদ ২ হাজার ৪৩০ টাকাসহ আটক করা হয়।
[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র্যাব জানতে পেরেছে, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কামরাঙ্গীরচরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করছিল।
[৫] আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।