মনিরুল ইসলাম: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কল্যাণপুরস্থ বাংলাদেশ বেতারের অফিসার্স কোয়ার্টারে বিসিএস (তথ্য) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তারা বৃক্ষরোপণ করেন।
[৩] উল্লেখ, বৃক্ষরোপণ কর্মসূচিতে তথ্য ক্যাডারের ৩৩তম ব্যাচের পক্ষ থেকে ৩৩টি বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।
[৪] বৃক্ষরোপণ-কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে সবুজ বিপ্লব আসবে বলে উল্লেখ করেন ৩৩তম ব্যাচের সদস্য মোঃ নুরুল আবছার।
[৫] একই ব্যাচের সদস্য আহাদ মোহাম্মদ সাইদ হায়দার বলেন, পরিবেশের বিপর্যয় ও দুর্যোগ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
[৬] এ সময় বিসিএস (তথ্য) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।