শিরোনাম
◈ ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, সেবাচার্জ বেড়েছে গড়ে ৪১ শতাংশ ◈ চতুর্থ দিনের মতো চলছে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ◈ মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন ◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১০:২৮ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশফিক-মুমিনুলদের করানো হবে ‘ইয়ো-ইয়ো টেস্ট’

রাহুল রাজ: [২] টাইগার ক্রিকেটারদের ফিটনেস ঠিক আছে কিনা, তা যাচাই করতে করা হতো বিপ টেস্ট। তবে এবার সেই টেস্টের পরবর্তীতে করা হবে ইয়ো-ইয়ো টেস্ট। আর এই টেস্ট দিয়েও জানতে পারবে মুশফিক-মুমিনুলরা কতটুকু ফিট আছেন।

[৩] করোনাকালে ইতিমধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। আর অনুশীলনের প্রথম দিনে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা দেখা হয়েছে ইয়ো-ইয়ো টেস্ট দিয়ে। এবার সেই টেস্ট চালু করতে যাচ্ছে জাতীয় দলের জন্যেও। যদিও এখনো এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

[৪] এ বিষয়ে এইচপির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ তুষার কান্তি হাওলাদার বলেন, “বিপ টেস্ট মূলত এনডিউরেন্স টেস্ট, আর ইয়ো-ইয়ো টেস্ট হলো এয়ারোবিক এনডিউরেন্স টেস্ট। বাংলাদেশে ইয়ো-ইয়ো টেস্ট এবারই প্রথম হলো আমার জানা মতে। নতুন কিছুতে মানিয়ে নিতে একটু সময় লাগেই। তারপরও ছেলেরা সবাই বেশ ভালো করেছে। আমি বলব না যে খুব দারুণ কিছু বা বিশ্বমানের ছিল ওদের পারফরম্যান্স। তবে সবারই বেশ সন্তোষজনক ছিল।”

[৫] বিপ টেস্ট ও ইয়ো-ইয়ো টেস্টের মধ্যে পার্থক্য টা তেমন না। বিপ টেস্টে টানা দৌড়াতে হয় ক্রিকেটারদের। আর ইয়ো-ইয়ো টেস্টে ৫-১০ সেকেন্ড বিরতি নেওয়ার সুযোগ থাকবে। এই টেস্টে এখনো বাংলাদেশে চালু না হলেও শ্রীলঙ্কায়, ভারত, নিউজিল্যান্ডে চালু আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়