মনিরুল ইসলাম: [২] অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৯ সালে ১৬৩টি, ২০২০ সালে ২০৪টি রিক্রুটিং এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠকে এই স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
[৩] বৃহস্পতিবার (৮ অক্টোবর) কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এর সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
[৪] এদিকে, জানা যায়, করোনায় ক্ষতিগ্রস্থ বিদেশগামীদের সহায়তার লক্ষ্যে ভিসার মেয়াদ বৃদ্ধি, বিমানের ফ্লাইট বৃদ্ধি, আর্থিক সহায়তা দানসহ নানামুখী পরিকল্পনা রয়েছে বলে বৈঠকে জানানো হয়।
[৫] এছাড়া কর্মীদের বিদেশ গমন আরো সহজ করার লক্ষ্যে আগামী বৈঠকে বাংলাদেশ বিমানের সাথে প্রয়োজনীয় আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
[৬] কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মোঃ আলী আশরাফ, এবং মোঃ সাদেক খান বৈঠকে অংশগ্রহণ করেন।
[৭] বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে সুশৃঙ্খল, নিরাপদ, নিয়মিত ও দায়িত্বপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামী কর্মী সংগ্রহের জন্য বায়রার নিয়োগকৃত/দায়িত্বপ্রাপ্ত এজেন্ট/ সাব-এজেন্টদের রেজিস্ট্রিকরণের বিষয়ে বায়রা প্রতিনিধিদের সাথে আলোচনা এবং দশম বৈঠকের গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
[৮] বৈঠকে নিবন্ধিত ব্যক্তি/প্রতিষ্ঠান এর বাইরে কেউ বিদেশগামী কর্মীদের সাথে কোন ধরণের লেনদেনে করলে অনিবন্ধিত ব্যক্তি/প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত বৈঠকে গৃহিত হয়।
[৯] বৈঠকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বৈধ ও নিবন্ধিত, অভিবাসী মৃত কর্মীর পরিবারকে ৩ লাখ টাকা ক্ষতিপূরণের নিয়ম থাকলেও বর্তমানে কোভিড মহামারী বিবেচনায় অবৈধ/অনিবন্ধিত মৃত অভিবাসীর পরিবারকেও এ সহায়তা দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়।