নূর মোহাম্মদ, শিমুল মাহমুদ : [২] রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে বৃহস্পতিবার বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি
[৩] অ্যাটর্নি জেনারেল একটি সাংবিধানিক পদ। সরকারকে সংবিধান, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেল।
[৪] ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ এম আমিন উদ্দিন। একসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।
[৫] আমিন উদ্দিন ২০০৬-২০০৮ সাল পর্যন্ত পরপর দুইবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ সেশনে সভাপতি নির্বাচিত হন তিনি।
[৬] ২০০৯ সাল থেকে দ্বায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে এই পদে নিয়োগের জন্য বেশ কয়েকজন আইনজীবী আলোচনায় থাকলেও সরকারের আস্থাভাজন ও সবার কাছে গ্রহণযোগ্য হিসেবে নিয়োগ পান আমিন উদ্দিন।
[৭] প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র হিসেবেও কাজ করেছেন আমিন উদ্দিন। সিলেটে মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন তিনি।