শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবারের মার্কিন নির্বাচন, ব্যয় হতে পারে ১১ বিলিয়ন ডলার

লিহান লিমা: [২] যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ স্বাধীন তদন্তকারী সংস্থা সেন্টার ফর রেসপনসিভ পলিটিক্স (সিআরপি) জানিয়েছে, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে খরচ ছাড়াতে পারে ১০.৮ বিলিয়ন ডলার। সিএনবিসি।

[৩] সিআরপি জানায়, শুধুমাত্র ট্রাম্প-বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার জন্যই ব্যয় হতে পারে ৫.২ বিলিয়ন, বাকিটা খরচ হবে শতশত কংগ্রেস প্রার্থীর প্রচারণায়। প্রেসিডেন্ট এবং কংগ্রেসের প্রার্থীতা, দুই খাতেই সবচেয়ে বেশি ব্যয় করছে ডেমোক্রেট দল। মোট ব্যয়ের ৫৪ শতাংশ ডেমোক্রেট দল ও ৩৯ শতাংশ আসতে পারে রিপাবলিকান দলের থেকে।

[৪] এরইমধ্যে এ নির্বাচনে খরচ হয়ে গেছে ৭.২ বিলিয়ন ডলার। সামনে দুই প্রার্থীর খরচের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ২০১৬ সালের নির্বাচনে খরচ হয়েছিল মোট ৭ বিলিয়ন ডলার। ভয়েস অব আমেরিকা।

[৫] নির্বাচনী ব্যয়ের এই অর্থ আসছে প্রার্থীদের ব্যক্তিগত অর্থ, দলীয় কোষাগার ও সাধারণ সমর্থকদের কাছ থেকে তহবিল সংগ্রহের মাধ্যমে। যা দুই প্রার্থীর মোট তহবিলের ২২ শতাংশের বেশি। সবচেয়ে বেশি অর্থ এসেছে বড় বড় প্রতিষ্ঠান এবং ব্যবসায়িদের কাছ থেকে যা প্রায় ৪০ শতাংশ।

[৬] বাইডেন-ট্রাম্প দুজনেরই ব্যয়ের বড় অংশ যাচ্ছে ভার্চুয়াল প্রচারণায়। এছাড়া প্রচারণা কর্মীদের বেতন, সফর-র‌্যালি-সমাবেশের খরচ দিতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছেন দুই প্রার্থী। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়