শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ভারতীয় পাথর বোঝাই ট্রাক থেকে ফেন্সিডিল জব্দ, ট্রাকসহ চালক আটক

সাতক্ষীরা প্রতিনিধি : [২] বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে আমদানিমুখী পাথর নিয়ে ওই চালক ভোমরা বন্দরে প্রবেশ করেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় গাড়িতে তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

[৩] আটককৃত ভারতীয় ট্রাক চালকের নাম জোহরুল মন্ডল (২৪), তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার ইটিন্ডা আথাপুরপূর্ব গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

[৪] বিজিবি জানায়, ভারত থেকে পাথর বোঝাই ট্রাকে ফেন্সিডিলের একটি চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৩ হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোমরা স্থল বন্দর পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে পাচারকালে ৩৬ হাজার ৪০০ টাকা মূল্যের ৯১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৬০ লাখ টাকা মূল্যের ১০ চাকার টাটা ট্রাক একটি ও ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা মূল্যের ৪৬টন পাথরসহ উক্ত ভারতীয় নাগরিককে আটক করা হয়।

[৫] সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মোট ৬২ লাখ ২ হাজার টাকার মালামালসহ আটককৃত আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়