শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই’র সাবেক পরিচালকের আত্মহত্যা

রাশিদুল ইসলাম : [২] ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর সাবেক পরিচালক ও নাগাল্যান্ডের সাবেক রাজ্যপাল অশ্বিনী কুমার আত্মহত্যা করেছেন। শিমলার ব্রকহর্স্টের বাড়ি থেকে বুধবার রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। এএনআই

[৩] শিমলার পুলিশ সুপার মোহিত চাওলা খবরটি দেন। কী কারণে তিনি আত্মহত্যা করলেন সে বিষয়টি স্পষ্ট নয় বলে জানিয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে অবসাদে ভুগছিলেন সিবিআই-এর এই সাবেক পরিচালক। অশ্বিনী কুমারের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়েই চরম পথ বেছে নিলেন বলে ওই সুইসাইড নোটে লেখা রয়েছে।

[৪] হিমাচল প্রদেশ পুলিশের ডিজি সঞ্জয় কুন্দ্রু জানিয়েছেন, আত্মহত্যা করার আগে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন অশ্বিনী। তার পর ফিরে এসে বাড়ির প্রার্থনা ঘরে যান। তার স্ত্রী, ছেলে-মেয়ে তখন বাড়িতেই ছিলেন। তারা নিচের ঘরেই বসে ছিলেন। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও অশ্বিনী কুমার আসছেন না কেন তা দেখতে যান পরিবারের সদস্যরা। তখনই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

[৫] ডিজি আরও জানান, অবসাদে অশ্বনী কুমারের আত্মহত্যার প্রসঙ্গ উঠলেও, তার পরিবার কিন্তু সেই তথ্য খারিজ করে দিয়েছে। ফলে মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সব রকম আশঙ্কার দিক খতিয়ে দেখছে পুলিশ।

[৬] ১৯৭৩ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন অশ্বিনী কুমার। ২০০৬-০৮ সাল পর্যন্ত হিমাচল প্রদেশ পুলিশের ডিজি পদে কাজ করেছেন। ২০০৮-এর আগস্টে সিবিআই-এর ডিরেক্টর নিযুক্ত হন। ২০১০ পর্যন্ত ওই পদে কর্মরত ছিলেন। ২০১৩ সালে নাগাল্যান্ডের রাজ্যপাল নিযুক্ত হন। অল্প সময়ের জন্য মণিপুরের রাজ্যপালের দায়িত্বও সামলেছিলেন।

]৭] গুজরাটে সোহরাবুদ্দিন শেখ ভুয়া সংঘর্ষ মামলায় যখন সিবিআই অমিত শাহকে গ্রেপ্তার করেছিল, সে সময় সংস্থাটির পরিচালক ছিলেন এই অশ্বিনী কুমার। আরও আলোচিত কিছু তদন্তে যুক্ত ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়