সুজন কৈরী : [২] রাজধানীর পল্লবী ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারীকে আটক করেছে
র্যাব-৪।
[৩] বুধবার রাতে ব্যাটালিয়টি জানিয়েছে, মঙ্গলবার রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন- কোরবান আলী (২১), মেহেদী হাসান লাভলু (৩০) এবং সাইদুর রহমান জয় (২১)।
[৪] এছাড়া পৃথক অভিযান চালিয়ে বুধবার সকালে যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাদক কারবারি নুরে আলম সজীবকে (২৭) আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিশেষ কায়দায় রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ডিলারদের নিকট সরবরাহ করছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৪।