শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছার হাকিমপুর ইউনিয়নের মেম্বার আ.লীগ নেতা বহিষ্কার

র‌হিদুল খান: [২] যশোরের চৌগাছার ৮নং হাকিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আকতারুজ্জামান মিলনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

[৩] ২৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আখতারুজ্জামান মিলনকে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করা হয়। অন্য একটি পত্রে কেনো তাকে স্থায়ীভাবে অপসারণ করা হবে না। সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। পত্রটি ২৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত হলেও বিষয়টি ৬ অক্টোবর প্রকাশ পায়।

[৪] চিঠিতে বলা হয়েছে, 'আখতারুজ্জামান মিলন হাকিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য হিসেবে এলাকার বিভিন্ন লোকের নিকট হতে খাদ্য বান্ধব কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্দী ভাতা এবং মার্তৃত্বকালীন ভাতার কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হওয়ায় জেলা প্রশাসক, যশোরের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে ১০০০ নং স্মারকের প্রজ্ঞাপনে (ইউনিয়ন পরিষদ) ২০০৯ অনুযায়ি সাময়িক বরখাস্ত এবং ১০০১ নং স্মারকের (স্থানীয় সরকার) আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ) ধারার অপরাধে স্বীয় পদ হতে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না সে মর্মে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হলো।'

[৫] এরআগে ওই ওয়ার্ডের ভুক্তভোগীরা দুর্নীতি দমন কমিশনে (দুদক) মেম্বার আক্তারুজ্জামান মিলনের বিরুদ্ধে অভিযোগ করে। যা দুদকের নির্দেশে চৌগাছার সহকারী কমিশনার (এসিল্যান্ড) নারায়ণ চন্দ্র পাল তদন্ত করে সত্যতা পান। পরে ওই ভুক্তভোগীরা আরো দুইবার চৌগাছা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দেন। বিষয়টি বিভিন্নজ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত ও টেলিভিশন চ্যানেলে প্রচার হয়।

[৬] চৌগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এম. এনামুল হক হাকিমপুুুর ইউপির সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান (মিলন) মেম্বরকে সাময়িক বরখাস্ত ও কারন দর্শানো নোটিশ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়