রাহুল রাজ: [২] মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গিবসন একাদশকে ৬ উইকেটে হারিয়েছে মুমিনুলের নেতৃত্বাধীন রায়ান কুক একাদশ। এদিন জোড়া অর্ধ শতক হাঁকিয়ে দলকে জেতাতে ভুমিকা রেখেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম।
[৩] দুই দিনের এই ম্যাচে প্রথম দিনে ৮ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ওটিস গিবসন একাদশ। কিন্তু বৃষ্টির কারণে রায়ান কুক বাহিনীর সামনে ৪৩ ওভারে টার্গেট দেয়া হয়েছে ২০০ রানের।
[৪] আর এমন লক্ষ্য সামনে রেখে সাদমান ইসলামকে নিয়ে পুরো আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেছেন তামিম। যেখানে এক পর্যায়ে অর্ধশতক হাঁকান দেশ সেরা এই ওপেনার ব্যাটসম্যান। ১০টি চারের সাহায্যে ৮০ বলে ৬৪ রান করেন তামিম।
[৫] তবে তামিমের সাথে ১০৭ রানের জুটি গড়া সাদমানও চলে যান শতকের দারপ্রান্তে। তবে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৯ বলের মোকাবেলায় ৮৩ রান করে ফিরেন তিনি। এরপর রাব্বির ২৪ রানের সুবাদে ৬ উইকেটে জয় পায় রায়ান কুক একাদশ।
[৬] সংক্ষিপ্ত স্কোর : ওটিস গিবসন একাদশ : ২৪৮/৮ (৭২)
ইমরুল ৫৯, রিয়াদ ৫৬, লিটন ৪৪, মোসাদ্দেক ২৯*, সৌম্য ২৬; তাসকিন ৪২/৩, মিঠুন ১০/২, আল আমিন ৩৬/১।
টার্গেট : ৪৫ ওভারে ২০০ রান
রায়ান কুক একাদশ : ২০১/৪ (৪১.৪)
সাদমান ৮৩, তামিম ৬৪, ইয়াসির ২৪; নাঈম ৪৯/২, মোসাদ্দেক ২১/১, রুবেল ৩৩/১।
ফলাফল : রায়ান কুক একাদশ ৬ উইকেটে জয়ী।
ওটিস গিবসন একাদশ :
সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম হাসান, হাসান মাহমুদ, এবাদত হসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
রায়ান কুক একাদশ :
তামিম ইকবাল, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হোসেন সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও আল আমিন হোসেন।