শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে আর খেলা হচ্ছে না ভুবনেশ্বরের

স্পোর্টস ডেস্ক: [২] সাইড স্ট্রেইন ও হ্যামস্ট্রিংয়ের কারণে গত বছরের অধিকাংশ সময় মাঠের বাইরে কেটেছে ভুবনেশ্বর কুমারের। এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরেও দলের সঙ্গে ছিলেন না ভারতের এই সিনিয়র পেসার। সম্প্রতি আইপিএল দিয়ে মাঠে ফেরেন তিনি। কিন্তু চার ম্যাচ খেলে আবারও ছিটকে গেলেন প্রায় দুই মাসের জন্য। তাতে অস্ট্রেলিয়া সফরেও তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

[৩] গত শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৯তম ওভারে বল করার সময় চোট পান ভুবনেশ্বর। একটি বল করার পরই খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআই’র একজন কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘ঊরুর মাংসপেশীর ইনজুরি নিয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন ভুবনেশ্বর কুমার। এটা সম্ভবত ২ কিংবা ৩ গ্রেডের ইনজুরি, মানে অন্তত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। হয়তো ভারতের অস্ট্রেলিয়া সফর থেকেও তাকে ছিটকে দিলো এই চোট।’

[৪] এই আইপিলে শোভনীয় ফর্মে ছিলেন ভুবনেশ্বর। চার ম্যাচে তিন উইকেট নিয়ে ইকোনমি রেট ছিল সাতেরও কম। তার চোট বিপদে ফেললো অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে, যিনি একজন মানসম্মত ডেথ বোলার খুঁজছেন।

ভুবনেশ্বর আইপিএল থেকে ছিটকে গেলেও এর আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতেই থেকে যাচ্ছেন। কারণ ভারতীয় দলের ফিজিও নিতিন প্যাটেল বিসিসিআইর মেডিক্যাল টিমের অংশ হিসেবে সেখানে রয়েছেন।

[৫] কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে ভুবনেশ্বরের পুনর্বাসন হবে পুরোপুরি বিসিসিআই’র অধীনে। এই পেসারকে অস্ট্রেলিয়া সফরের আগেই সুস্থ করে তোলার লক্ষ্য বোর্ডের।
- পিটিআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়