শিরোনাম
◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুবুর রহমান: নারী নির্যাতন ও ধর্ষণ রোধে বিচার পদ্ধতির পরিবর্তন ও প্রভাবশালীদের হস্তক্ষেপ বন্ধ করা জরুরি

মাহবুবুর রহমান: ধর্ষক দুর্বৃত্তরা বাংলার শিশু কিৎবা নারীকে ধর্ষণ করে এবং নারীর বিবস্ত্র ভিডিও চিত্র ধারণ করে নির্যাতনের ভিডিও সামাজিক মিডিয়ায় প্রকাশ করার ঘটনা কিভাবে এবং কেন ঘটছে?

সিলেটে ধর্ষণের ঘটনার পরপরই নোয়াখালীর নারীর বিবস্ত্র ও নির্যাতনের ভাইরাল ভিডিও দেখে মনে প্রশ্ন জাগলো যা ১৯৭১ সালে নারকীয় দানবের ও হার মানায়।

এই রকম ভাইরাল ভিডিও দেখার জন্যই কি ৩০লক্ষ শহীদের রক্তে রন্জিত বাংলদেশ,নাকি এটা একটি বিচ্ছন্ন ঘটনা?

মায়ের ভাষা বাংলার দাবীতে যে যুবকেরাও বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে,পাকিস্তানীদের অত্যাচারে বিরুদ্ধে রুখেঁ দাঁডিয়ে,১৯৬২ সালের শিক্ষা অন্দোলনে থেকে বাংলার রক্তিম সূর্য অর্জন পর্ষন্ত বাংলার যুব সমাজ বিন্দুমাত্র মাথা নতো করেনি, যে বঙ্গবন্ধুর বাংলাদেশে , বীরের জাত,কিন্ত সেই যুব সমাজের আজ এতো অধ:পতন কেন?নাকি ধর্ষণ একটি মানস্তাত্ত্বিক বিষয়,তবে সেটা যখন একটি গ্রুপ মিলে পরিকল্পনা মাফিক সংগঠিত তখন বিষয়টি ক্ষমতার সংগে ধর্ষকের সংযোগের কারণে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে নাকি ধর্ষণ যৌনসুখের উদ্দেশ্য নয় বরং অপরপক্ষকে দমিয়ে রাখতে ক্ষমতার প্রদর্শন হতে পারে।

অন্যদিকে ধর্ষকরা জানে বর্তমান পরিচালিত আইন অকার্যকর ফৌজদারি বিচার ব্যবস্হার কারণে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা কোন ব্যপার না।এই কারণে আমাদের দেশে ৯৭ ভাগ ধর্ষণের মামলার আসামী খালাস পেয়ে যায় অর্থাৎ ধর্ষণের শতকরা মাত্র তিন ভাগ মামলার অপরাধীরা শাস্তি পায়।যেগুলি নিয়ে মানুষ কথা বলে অথবা দেশ ডিজিটাল হওয়ার কারণে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেইগুলির কিছুটা বিচার হয়।

আমরা যদি একটু পিছনে ফিরে দেখি :
২০১৬ সালের কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু ধর্ষণ ও হত্যার কথা সবার জানা কিন্তু আজ পর্ষন্ত এর তদন্ত শেষ হয় নাই,বিচারের রায় তো অনেক দুরের কথা।

২০১৭ সালের বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার বিচার বা রায় এখনও হয়নি।

২০১৭ সালে টাংগাইলের বাসে রুপা ধর্ষণ মামলার রায় নিন্ম আদালতে হলেও উচ্চ আদালতে এখনও আটকে আছে ।

তাই ধর্ষণ ও নারী নির্ষাতনের ক্ষেত্রে অকার্যকর ফৌজদারি বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে এবং দীর্ঘসূত্রতা, বিচারহীনতার সাংস্কৃতি, আইনের প্রয়োগ, প্রশাসনের উদাসিনতার ও প্রভাবশালীদের হস্তক্ষেপ , রাজনৈতিক নেতাদের অদৃশ্য ছায়া,সমাজিক অবক্ষয় রোধ এবং নৈতিক ও মানসিকতার উন্নায়ন ও মামলার জটলা বন্ধ করতে পারলে আবশ্যই যুব সমাজের যুবকরা এই দেশের কাজ করবে।

পরিচিতি: মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক, ডেনমার্ক আওয়ামী লীগ

  • সর্বশেষ
  • জনপ্রিয়