শিরোনাম
◈ বাংলাদেশে নতুন উগ্রবাদী ঘাঁটি তৈরি করছে জামায়াত, মেডিকেল শিক্ষার্থীদের টার্গেট করছে সংগঠন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্ধ বি‌লিয় ডলার ব‌্যয়ে গাজায় বিশাল সেনা-ঘাঁটি তৈ‌রির প‌রিকল্পনা  আ‌মে‌রিকার, হাজার হাজার সেনা পাঠানোর উদ্যোগ ◈ রাতভর সন্ত্রাসী‌দের তাণ্ডব, বৃহস্প‌তিবার লকডাউন রুখে দি‌তে প্রস্তুত পুলিশ, কী করবে আওয়ামী লীগ?  ◈ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতিতে ফের অস্থিরতা ◈ বাজি কেলেঙ্কারিতে তুর‌স্কে ১ হাজার ২৪ ফুটবলার নিষিদ্ধ ◈ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকা‌পে উগান্ডার ইতিহাস  ◈ ঢাকা-সহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ দ্বিতীয় দিনে ২.২ ওভার টিকল আয়ারল্যান্ড, ইনিংস শেষ ২৮৬ রানে ◈ ঢাকায় শীতের আগমন, তাপমাত্রা নেমে ২০ ডিগ্রি সেলসিয়াসে ◈ বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলেও নিষেধাজ্ঞার ভয় নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের সেরা কোভিড ভ্যাকসিনের অন্যতম হবে ব্যানকোভিড: গ্লোব চেয়ারম্যান

শরীফ শাওন: [৩] গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান হারুনর রশিদ বলেন, বিশ্বের ভ্যাকসিন উৎদানকারী প্রতিষ্ঠানের দাবি, তাদের ভ্যাকসিন -৬০ থেকে -৮০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়। অর্থাৎ ভ্যাকসিনটি পরিবহন ও জনগণের দ্বারগোড়ায় পৌছাতে পরিবহন খরচ ও কঠোর টেকনোলজির প্রয়োজন। যেখানে বাংলাদেশের ভ্যাকসিন -২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণ সম্ভব।

[৪] তিনি বলেন, , BANGLADESH, BANGOBONDHU I BAN (প্রতিরোধ) এই তিনটি কারণে বাংলাদেশের ভ্যাকসিনের নামকরণ BANCOVID করা হয়। বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশ দিয়েছে, তাকে উপহার দিতেই এই প্রয়াস।

[৫] সংগঠনের সিইও ড. কাকন নাগ বলেন, আমরা প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে যে ডাটা পেয়েছি তা আলোচনায় থাকা ভ্যাকসিনগুলোর সমতূল্য। প্রাণিদেহে ভ্যাকসিন প্রয়োগে আমরা মর্ডানার ডাটার চেয়ে ভালো ফলাফল লক্ষ্য করেছি। খরগোশের উপর ভ্যাকসিন প্রয়োগে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। কোষে পরিবর্তন ও রক্ত জমাট হয়নি, রক্তের রিপোর্টও স্বাভাবিক পরিলক্ষিত হয়।

[৬] তিনি বলেন, ভাইরাসটির জন্য দায়ি, সার্স কোভ-২, যা প্রাণিদেহে প্রবেশ করে কোষগুলোকে ধ্বংশ করে। মার্চ মাসে সারা বিশ্ব থেকে এর ১৭টি সিকুয়েন্স পেয়েছি। সকলেই এসকল সিকুয়েন্স নিয়ে ভ্যাকসিন তৈরির কাজ করছে। তবে পরবর্তীতে সিকুয়েন্সটির ডি৬১৪জি মিউটেশন লক্ষ্য করা যায়। সেখানে স্পাইক প্রোটিনের পরিবর্তনের পর সেপ্টেম্বরে ৫০৮৬ টি স্যাম্পল নিজে কাজ করি। এখানে শতভাগ ডি৬১৪জি মিউটেশন পাওয়া যায়। বিশ্বে আমরাই প্রথম যারা, এই মিউটেশন ভাইরাস নিরীক্ষা করে ভ্যাকসিন তৈরি করেছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়