স্পোর্টস ডেস্ক : [২] দেশের ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ৩৭তম জন্মদিন আজ। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি জীবনের ৩৬ বসন্ত কাটিয়ে আজ ৩৭তম বছরে পা দিলেন। আর তাকে কিংবদন্তি উপাধি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় আইসিসি লিখেন, “বাংলাদেশের হয়ে যেসব রেকর্ড মাশরাফির- অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১১৭টি ম্যাচ, ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৬৯টি উইকেট, ওয়ানডেতে সেরা বোলিং ফিগার ২৬/৬, যৌথভাবে সবচেয়ে বেশি ২১৮টি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটার। বাংলাদেশের একজন কিংবদন্তিকে শুভ জন্মদিন!”
[৪] প্রসঙ্গত যে, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। যার মধ্যে জিতেছেন ৫০টিতে। বাংলাদেশের আর কোনো অধিনায়ক ৫০ জয়ে দলকে নেতৃত্ব দিতে পারেননি। টি-২০ ফরম্যাটেও মাশরাফির নেতৃত্বে সর্বোচ্চ ১০টি জয় পেয়েছে টাইগাররা। টি-২০ ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেও ওয়ানডে ও টেস্ট থেকে এখনও বিদায় নেননি ম্যাশ।