শিরোনাম
◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে শীর্ষে উঠার লড়াইয়ে মাঠে নামছে ব্যাঙ্গালোর ও দিল্লি

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম ম্যাচে আজ ( ৫ অক্টোবর) সোমবার মাঠে নামছে শ্রেয়াস আইয়ারের দিল্লি ক্যাপিটালস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

[৩] আইপিএলের ১৩তম আসর চললেও এখন পর্যন্ত শিরোপার স্বাদ নিতে পারেনি এবি ডি ভিলিয়ার্স-যুবেন্দ্র চাহালদের ব্যাঙ্গালোর। তবে চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছে দলটি। ৪ ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়েছে সাইমন ক্যাটিচের শিষ্যরা। ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তিনে।

[৪] ব্যাঙ্গালোরের মতো দুর্দান্ত ফর্মে আছে দিল্লিও। ব্যাট হাতে দারুণ সময় পার করছেন পৃথ্বী শ ও আইয়াররা। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে দিল্লি। ব্যাঙ্গোলোরের সমান ৬ পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান তাদের। সুতরাং আজকের ম্যাচে যে দল জিতবে তারাই টেবিলের শীর্ষে উঠবে।

[৫] আজকের ম্যাচকে সামনে রেখে একাদশে পরিবর্তন আনতে পারে ব্যাঙ্গালোর। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলো না খেললেও ইনজুরি থেকে সেরে উঠায় আজকের ম্যাচে খেলতে পারেন ক্রিস মরিস।

[৬] এই প্রোটিয়া অলরাউন্ডার ফিরলে একাদশ থেকে জায়গা হারাতে পারেন অ্যাডাম জাম্পা। ২ ম্যাচ খেলে ১১.৪২ ইকোনোমিতে মাত্র ১টি উইকেট নিয়েছেন এই অজি লেগস্পিনার। ক্যাটিচের দলে পরিবর্তন আনলেও অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামতে পারে দিল্লি।

[৭] রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একাদশ (সম্ভাব্য): দেবদূত পাড়িক্কাল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরকিরাত সিং, শিভাম দুবে, ইসুরু উদানা, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, নবদ্বীপ সাইনি এবং যুবেন্দ্র চাহাল।

[৮] দিল্লি ক্যাপিটালস একাদশ (সম্ভাব্য): পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ঋশভ পান্ত (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, হার্শাল প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, অমিত মিশ্রা এবং অ্যানরিক নরকিয়া। -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়